আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে। জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা দেশটির অ্যান্টার্টিক উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে আর্জেন্টিনায় এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইউএসজিএস আরও জানায় এই ভূমিকম্পটি আঘাত হানে অ্যান্টার্টিকা ও ক্যাপ হর্নের মাঝামাঝি স্থানে অবস্থিত ড্র্যাক প্যাসেজ এলাকায়। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে এর প্রভাবে উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলগুলোতে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে।
বিশেষ করে চিলির পুয়েত্রো উইলিয়ামসে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ সুনামির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় উপকূলীয় অঞ্চলের মানুষদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “মেগালেনেস অঞ্চলের পুরো উপকূল থেকে সবাইকে নিরাপদে সরে যাওয়ার অনুরোধ করছি। আমাদের প্রস্তুতি রয়েছে এবং সবাইকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।”
এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম এবং পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।