ধীরে ধীরে বলিউডের নায়িকাদের জগতে নতুন অতিথির আবির্ভাব ঘটছে। এবার সেই তালিকায় যোগ দিলেন রিচা চাড্ডা। রিচা ও তার স্বামী নায়ক আলি ফজল দুই থেকে তিনে হতে যাচ্ছেন।
রিচার স্বামী আলি ফজল নিজেই ৯ ফেব্রুয়ারি সকালে ইনস্টাগ্রামে এমন সুখবর শেয়ার করেছেন। আলি দুটি ছবি পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে সে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে রিচাকে। আর অন্যটিতে দুজন থেকে তিনজন হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এ দুটি ছবি পোস্ট করে আলি লিখেছেন, ‘আমাদের দুজনের পৃথিবীতে এক মৃদু হৃদস্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।’
আলি ফজল এবং রিচা চাড্ডা ২০২২ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বিয়ে করেছিলেন।
তবে ২০২০ সালে বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায়। দুই বছর পর তারা একটি বাড়ি তৈরি করে। এক সপ্তাহেরও বেশি সময় চলে তাদের বিয়ের অনুষ্ঠান।
রিচি এবং আলির প্রেমের গল্প ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ জাগিয়েছিল। তাদের প্রেমের গল্প রূপকথার মতো- কেউ কেউ এমনটাও বলেছেন।
জানা যায়, ২০১২ সালে ফুকরে ছবির শুটিংয়ের সময় পরিচয় হয়। রিচা-আলি একে অপরের মুখোমুখি হন। প্রথম দেখাতেই নাকি তারা হৃদয় বিনিময় করেছিলেন। যদিও তাদের প্রথম দেখা হয়েছিল ২০১২ সালে, তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল কয়েক বছর পরে। জানা গেছে যে তারকা দম্পতি ২০১৫ সালে “ডেটিং” শুরু করেছিলেন। তবে, কিন্তু সম্পর্কের কথা রীতিমতো গোপন রাখেন। রিচাই তার ভালবাসা প্রকাশ করার জন্য প্রথমবারের মতো “আই লাভ ইউ” বলেছিলেন বলে জানা গেছে তবে, বিয়ের প্রস্তাব প্রথম দেন আলি।
আলি নায়িকার সাথে বাড়িতে “চ্যাপলিন” দেখেছিলেন। এমন সময় হঠাৎ করেই আলিকে প্রেমে নিবেদন করেন রিচা। প্রথম ‘আই লভ ইউ’ বললেও বিয়ের প্রস্তাব প্রথম দেন আলি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মালদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নায়ক। তারপর হাঁটু মুড়ে রিচার হাত ধরে আলি বিয়ের প্রস্তাব দেন।