আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা আবেদন পত্র লেখেনি এমন এক জনকেও পাওয়া যাবে না। আজক ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র লেখা শিখব। বাংলাদেশে সবার আর্থিক অবস্থা এক নয়। আর্থিক সমস্যার কারণে আবার অনেকেই পড়ালেখা করে না। যাদের পড়ালেখা করার ইচ্ছা আছে তারা যেকোনো ভাবেই পড়ালেখা চালিয়ে যায়। যদি কেউ ভর্তির সময় ভর্তি ফী দিতে না পারে তাহলে ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র লেখতে হয়, এতে আপনার সমস্যার কথা উল্লেখ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন করলে কিছু সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
Table of Contents
Toggleভর্তি ফি মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম
সবার আগে আমরা আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে আলোচনা করি। আবেদন পত্র লেখার সময় খেয়াল রাখতে হবে যেন কোন ভাবেই বানান ভুল না হয়। এছারাও বানানের আশাপাশি লেখাগুলো সুন্দর করে লেখা উচিৎ এবং সহজ ভাষায় লেখতে হবে। প্রথমে নিজের সম্পর্কে, নিজের পড়ালেখা সম্পর্কে এবং পড়ে নিজের সমস্যা তুলে ধরতে হবে। নিচে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে লেখবেন তা তুলে ধরা হল।
বরাবর, অধ্যক্ষ, ……….. কলেজ, পোঃ……, উপজেলাঃ ……., জেলাঃ….. বিষয়ঃ ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র।
ভর্তি ফি মওকুফের জন্য আবেদন পত্র
বরাবর,
প্রধান শিক্ষক / অধ্যক্ষ
……… কলেজ,
কাউনিয়া, বরিশাল
বিষয়: করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের……. শ্রেনীতে ভর্তি হতে চাই। আমার…….… সমস্যার কারনে ভর্তি ফি প্রদাব করতে পারছি না।
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন আমি যেন বিনা ভর্তি ফিতে আপনার কলেজে ভর্তি হতে পারি সে বিষয়ে আপনার একান্ত মর্জি কামনা করছি।
বিনীত আপনার নাম…
ভর্তি ফি মওকুফের জন্য আবেদন টিপস
সব লেখা শেষ হলে নিচে আপনার এলাকার চেয়ারম্যান বা স্থানীয় জনপ্রতিনিধির নাম এবং স্বাক্ষর নিন এতে করে অধ্যক্ষ আপনার সমস্যা দ্রুত বুঝতে পারবে এবং আপনাকে বিনা ফী দিয়ে ভর্তি নিতে পারে।