আব্রাম খান জয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে। এই তারকা দম্পতির সন্তানের জন্ম ২৭ সেপ্টেম্বর, ২০১৬ কলকাতার একটি হাসপাতালে।
ঠিক দুই বছর পর বিচ্ছেদের পথ ধরলেন শাকিব-অপু। বাবা-মায়ের বিচ্ছেদ হলেও ভালোবাসা থেকে বঞ্চিত হননি জয়। উভয়ই সন্তানের জন্য সমান দায়িত্ব পালন করে গেছেন।
সম্প্রতি অপু বিশ্বাস জয়কে শিগগিরই বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্ত নেন। জয়ের বয়স মাত্র আট। তবে নায়িকা চান তার সন্তানের পড়াশোনা বিদেশে হোক, যদিও তিনি এখনও ছোট।
অপু বিশ্বাস বলেছেন: শাকিব ও আমি একসঙ্গে আমাদের ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। পড়াশোনা চালিয়ে যেতে এ বছর বিদেশে যাচ্ছে জয়। সময় যত ঘনিয়ে আসে আমার বুক ততই ভারি হয়ে যাচ্ছে; বলে বোঝানো যাবে না।’
অল্প বয়সে জয়কে দেশের বাইরে পাঠানো নিয়ে আপত্তি ছিল শাকিব খানের পরিবারের। কিন্তু অপু বিশ্বাস তাদের বোঝাতে পেরেছেন। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অপুর মতে: “কিছু নোংরা জিনিস এখানে দ্রুত ছড়িয়ে পড়ছে। যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে।” ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার মনে হয় জয়ের খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে যাওয়া উচিত। আমি যখন জয়কে বিদেশে পাঠানোর কথা ভেবেছিলাম, তখন আমার তেমন খারাপ লাগেনি। কিন্তু দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। কিন্তু খারাপ হলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যতের দায়িত্ব বাবা-মায়ের।
তবে কোন দেশে ছেলেকে পাঠাচ্ছেন সে বিষয়ে কিছু বলতে চাননি অভিনেত্রী। এত অল্প বয়সে জয় বিদেশে একা থাকবেন কি না জানতে চাইলে অপু উত্তর দেন, না, না, আমি তাকে একা ছাড়ব না। ওর বাবা-মা, পরিবারের সবাই একসাথে থাকব। “জয় শুধু আমার জীবনেই নয়, আমাদের পুরো পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ।”