Search
Close this search box.

তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমুহ

খাবার খাওয়ার দোয়া

প্রতি বছর আমরা তারাবির নামাজ আদায় করি কিন্তু অনেকেই তারাবির নামাজের নিয়ম জানি না। তারাবির নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। আজকে তারাবির নামাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

তারাবিহ নামাজ প্রথম চাঁদ দেখা সন্ধ্যা (রমজানের শুরু) থেকে শুরু হয়ে দ্বিতীয় চাঁদ দেখা সন্ধ্যা (রমজানের শেষ দিন) পর্যন্ত চলে। এই নামাজটি ইসলামি বর্ষপঞ্জির রমজান মাসে ইমামের পেছনে জামাতের সঙ্গে পড়া হয়। এশার নামাজের পর থেকে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজ কত রাকাত? এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল একটি হাদিস_ প্রখ্যাত তাবেঈ আবদুল আজিজ ইবনে রুফাই (রহ.) বলেন, ‘উবাই ইবনে কাব (রা.) রমজানে মদিনায় লোকদের নিয়ে ২০ রাকাত তারাবি ও তিন রাকাত বিতর পড়তেন।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা : হাদিস : ৭৭৬৬)

তারাবির নামাজের নিয়ম ও দোয়া 

 

তারাবির নামাজ রমজান অর্থাৎ রোজা শুরু হওয়ার আগের দিন এশার নামাজের পর থেকে পড়া শুরু হয় এবং ঈদের আগের দিন এই নামাজ পড়া বন্ধ করা হয়। তারাবির নামাজের নিয়ম বলতে গেলে এটির আলাদা সামান্য কিছু নিয়ম রয়েছে। 

  • তারাবির নামাজ ৮,২০ এবং ৩৬ রাকাত পর্যন্ত পড়ে।  
  • প্রতি ২ রাকাত পরপর সালাম ফেরানো হয়।
  • প্রতি ৪ রাকাত পরপর সালাম ফেরানোর পর দোয়া পাঠ করা হয়। 
  • বাকি সবকিছু সাধারণ নামাজের মতই। 

তারাবির নামাজের নিয়ত 

প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়। তারাবি নামাজের জন্যও নিয়ত করা হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়। আমাদের দেশের প্রচলিত তারাবির আরবি নিয়তটি হলো-

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

অর্থ : আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি; আল্লাহু আকবার।

তারাবি নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয়। বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি -এর দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে (জামাত হলে- এ ইমামের পেছনে) পড়ছি- (اَللهُ اَكْبَر) আল্লাহু আকবার।

 

তারাবির নামাজের দোয়া 

তারাবি নামাজে প্রতি চার রাকাত পর বিশ্রাম নেওয়া হয়। এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। প্রায় সব মসজিদের মুসল্লিরা এই দোয়াটি পড়ে থাকেন। দোয়াটি হলো-

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’

তবে মনে রাখতে হবে, তারাবি নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনও সম্পর্ক নেই। এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না, কোনওভাবেই এমন মনে করা যাবে না। মূলত এ দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন  রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া

সাধারণ জিজ্ঞাসা

১। তারাবির নামাজ কত রাকাত?

উত্তরঃ তারাবীহর নামাজের রাকআত নির্দিষ্ট করা হয়নি। হানাফি, শাফিয়ি ও হাম্বলি ফিকহের অনুসারীগণ ২০ রাকাত, মালিকি ফিকহের অনুসারীগণ ৩৬ রাকাত এবং আহলে হাদীসরা ৮ রাকাত তারাবীহ পড়েন। আবার অনেক হানাফিরাও ৮ রাকাত তারাবীহ পড়ে থাকেন।

২। তারাবির নামাজ সুন্নত নাকি নফল?

উত্তরঃ তারাবির নামাজ সুন্নাতে মুয়াক্কাদা।

৩। ২০ রাকাত তারাবীহ কবে থেকে শুরু হয়?

উত্তরঃ  হানাফি মাযহাবে ২০ রাকাত তারাবীহের প্রচলন আছে।তাদের মতে ইসলমের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (র.) তারাবীহ নামাজ ২০ রাকাত চালু করেন।

৪। তারাবির নামাজ কত রাকাত পড়তে হয়?

উত্তরঃ  রমজান মাস পবিত্র মাস এই মাসে যত বেশি ইবাদত করা যায় তত বেশি নেকি লাভ করা যায় তাই আমরা বেশি করেই নামাজ পরব।

আরো পড়ুন

1 thought on “তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমুহ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top