চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড় জমেছে। দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিমানবন্দর এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে।
দলীয় সূত্র জানায়, চেয়ারপারসনের গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবনের উদ্দেশে রওনা হলে তার যাত্রাপথজুড়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। সংগঠনভিত্তিক অবস্থান পরিকল্পনা অনুযায়ী:
-
ঢাকা মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত,
-
ছাত্রদল থাকবে লো মেরিডিয়েন থেকে খিলক্ষেত,
-
যুবদল থাকবে খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত,
-
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থাকবে র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত,
-
স্বেচ্ছাসেবক দল থাকবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত,
-
কৃষক দল থাকবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত,
-
শ্রমিক দল থাকবে কাকলী মোড় থেকে শেরাটন হোটেল পর্যন্ত,
-
ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল থাকবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত,
-
পেশাজীবী সংগঠনগুলো থাকবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এবং
-
মহিলা দল অবস্থান নেবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত।
বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগম ও ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, যেটির মাধ্যমেই তিনি লন্ডন যান এবং এখন একই ফ্লাইটে দেশে ফিরছেন।