বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর এই জয়ের মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। শুরুতে ব্যাট করতে নেমে ১৫৬ রান তুলে ইংলিশরা। জবাবে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে শুরুতেই দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস। ৩.৩ ওভারে ৩৩ রানে থামে ওপেনিং জুটি। মাত্র ১৪ বলে ২১ রান করেন রনি। লিটনের ব্যাট থেকে এসেছে ১০ বলে ১২ রান।
তৃতীয় উইকেট জুটিতে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন নাজমুলে হোসেন শান্ত। মাত্র ৩৯ বলে দুজন মিলে গড়েন ৬৫ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দল। ফিফটি পূরণের পর ৩০ বলে ৫১ রানে ফেরেন শান্ত। হৃদয়ের ব্যাট থেকে ১৭ বলে এসেছে ২৪ রান।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ২৪ বলে ৩৪ রানে সাকিব ও ১৩ বলে ১৫ রানে আফিফ অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ওপেনিং জুটিতে ১০ ওভারে আসে ৮০ রান।