অপরিচিতা মনস্তাপে ভেঙ্গেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের (অনুপমের)জীবন সম্পর্কে সহজ স্বীকারোক্তির গল্প,তার পাপস্থালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। কল্যাণী এই গল্পের আড়ালে এক বলিষ্ঠ ব্যক্তিতের আধিকারী নারী। সমাজের জেঁকে বসা ঘৃণ্য যৌতুক প্রথার বিরোধীতা করেছে এই বলিষ্ঠ নারী কল্যাণী। এই গুরুত্বপূর্ণ গল্প থেকে HSC পরীক্ষার্থীদের জন্য বেশকয়েকটি MCQ উত্তর সহ তুলে ধরা হল। অপরিচিতা গল্পের mcq জেনে নাও ।
Table of Contents
Toggle
অপরিচিতা গল্পের mcq- Oporichita MCQ
১| ‘অপরিচিতা’ গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা?
ক) উত্তম
খ) নাম
গ) মধ্যম
ঘ) উত্তম ও মধ্যম
২| অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?
ক) অনুপম রুচিবান
খ) অনুপম রূপবান
গ) অনুপম সৎপাত্র
ঘ) অনুপম ব্যতিত্বসম্পন্ন
৩| মন্দ নয় হে, খাটি সোনা বটে। -উক্তিটি কার?
ক) বিনুদার
খ) হরিশের
গ) মামার
ঘ) ঘটকের
৪| মেয়ে যদি বল, তবে’_ উত্তিটি কার?
ক) অনুপমের
খ) শম্ভুনাথের
গ) হরিশের
ঘ) মামার
৫| অপরিচিতা গল্পে ‘আমার জীবনটা না দৈর্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে, বলতে কী বোঝানো হয়েছে?
ক) সংসার অনভিজ্ঞ
খ) কমবয়সী হিসেবে
গ) বিয়ের অনুপযুক্ত
ঘ) মামার ওপর নির্ভরশীল
৬| কল্যাণীর বাবা বিয়ের কত দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান?
ক) তিন দিন
খ) সাত দিন
গ) পাঁচ দিন
ঘ) নয় দিন
৭| ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
ক) চতুরতা
খ) হীনন্মন্যতা
গ) সচেতনতা
ঘ) দায়িত্বপরায়ণতা
৮| ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
ক) কন্যার পিতা গরিব বলে
খ) যৌতুক দিতে না পারায়
গ) মামার হীন ব্যবহার
ঘ) শম্ভুনাথ বাবুর অনিচ্ছায়
৯| রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
ক) সাহিত্য সাধনার জন্য
খ) জমিদারি দেখাশোনার জন্য
গ) প্রকৃতির কাছে থাকার জন্য
ঘ) মানুষের কাছাকাছি থাকার জন্য
১০| রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?
ক) প্রকৃতি
খ) ভাবকল্পনা
গ) বিরহ
ঘ) বাস্তবতা
১১| অনুপমের থেকে তার মামা কত বছরের বড়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) ছয়
১২| অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
ক) ধূমপানের অভ্যাস না থাকায়
খ) ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
গ) মন্দলোকদের সাথে না মেশায়
ঘ) ভালো বংশে জন্মগ্রহণ করায়
১৩| অনুপমের বন্ধুর নাম কী?
ক) হিরণ
খ) হরিশ
গ) নরেশ
ঘ) পরেশ
১৪| হরিশ কোথায় কাজ করে?
ক) মালদহে
খ) বীরভূমে
গ) কানপুরে
ঘ) ভুজপুরে
অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর
১৫| হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
ক) ঘটকালিতে
খ) তাস পেটাতে
গ) আসর জমাতে
ঘ) গুল মারতে
১৬) বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে
ঘ. মেয়ের বয়সের কারণে
১৭| কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?
ক. আন্দামান দ্বীপ
খ. লঙ্কা দ্বীপ
গ. সুবর্ণদ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
১৮| ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক. কানপুরে যাওয়ার
খ. কোনড়বগর ঘুরে আসার
গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
ঘ. লুকিয়ে বিয়ে করার
১৯| বিনুদার ভাষাটা কেমন?
ক. বড় নীরস
খ. অত্যন্ত আঁট
গ. নিতান্ত সাদামাটা
ঘ. চলনসই
২০| বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
ক. মেয়ে চমৎকার সুন্দরী
খ. মেয়েটা খুবই মিষ্টি
গ. খাঁটি সোনা বটে
ঘ. হীরের টুকরো একটা
২১| ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার বয়স কত?
ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে
খ. পয়তাল্লিশের কিছু এপারে বা ওপারে
গ. পঞ্চাশের কিছু এপারে বা ওপারে
ঘ. পঞ্চানড়বর কিছু এপারে বা ওপারে
২২| ‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ বলতে কী বোঝানো হয়েছিল?
ক. অঙ্গীকার
খ. সংকল্প
গ. শর্ত
ঘ. প্রতিজ্ঞা
২৩| মামার সঙ্গে মা একযোগে হাসলেন কেন?
ক. পাত্রীপক্ষের ধনসম্পদের কথা ভেবে
খ. পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে
গ. পাত্রীপক্ষের দুর্দশা দেখে
ঘ. বিয়েতে ছেলের খুশি দেখে
২৪| ‘দক্ষযজ্ঞ’ বলতে ‘অপরিচিতা’ গল্পে কোনটিকে বুঝানো হয়েছে?
ক. যজ্ঞানুষ্ঠান
খ. হট্টগোল
গ. দক্ষের পূজা
ঘ. শিবপূজা
২৫| ‘গণ্ডুষ’ শব্দটির অর্থ কী?
ক. এক কোষ জল
খ. এক ঘটি জল
গ. এক কলসি জল
ঘ. এক গ্লাস জল
২৬| কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছে?
ক. দেশমাতৃকার সেবার
খ. দেশমাতাকে উদ্ধারের
গ. মেয়ে শিক্ষার
ঘ. সমাজ সংস্কারের
২৭| গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে তাকে কী বলে?
ক. সঞ্চারী
খ. অন্তরা
গ. স্থায়ী
ঘ. ধুয়া
২৮| অনুপম কার হাতে মানুষ?
ক. মা’র
খ. বাবার
গ. মামার
ঘ. ধাত্রীর
২৯| অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
ক. বামুনের
খ. গরিবের
গ. কায়েতের
ঘ. ধনীর
৩০| অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন?
ক. আর্থিক অসংগতির কারণে
খ. ব্যক্তিত্বহীনতার কারণে
গ. মনোমালিন্যের কারণে
ঘ. আত্মগরিমার কারণে
অপরিচিতা গল্পের সৃজনশীল এবং মূলভাব পড়তে চাইলে (এখানে) গিয়ে সম্পূর্ণ মূলভাব পড়তে পারবে।
2 thoughts on “বাংলা প্রথমপত্র: অপরিচিতা গল্পের McQ প্রশ্নের উত্তর- Oporichita MCQ”
Pingback: অপরিচিতা গল্পের mcq এবং সৃজনশীল প্রশ্নের উত্তর - Amar Shikkha
Pingback: অপরিচিতা গল্পের mcq এবং সৃজনশীল প্রশ্নের উত্তর - Amar Sikkha