ডিএনসিসির উদ্যোগে চলতি বছরে ৫ লাখ গাছ রোপণ, পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ রোপণ করা হবে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজিত ‘পরিবেশ বাঁচাও’ শীর্ষক চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন ডিএনসিসির আওতাধীন প্রতিটি রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও পাবলিক স্পেসে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। এই বছর আমাদের লক্ষ্য ৫ লাখ গাছ লাগানো। এই উদ্যোগে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে এবং পরিবেশ বিষয়ক সংগঠনগুলোকেও যুক্ত করা হবে।
পরিচ্ছন্নতা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রতিদিন আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট, মাঠ, পার্ক, খাল, ড্রেন পরিষ্কার করছেন। তবে দুঃখজনক বিষয় হলো অনেকে যত্রতত্র ময়লা ফেলায় পরিচ্ছন্নতার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। সবাই যদি একটু সচেতন হয় তাহলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।
তিনি আরও জানান, অনেকেই এসটিএস বা নির্ধারিত স্থান ব্যবহার না করে খাল-বিলে ময়লা ফেলছে। এমনকি রান্নাঘরের জানালা দিয়েও ময়লা ফেলা হচ্ছে। এতে শুধু শহর নোংরা হচ্ছে না বরং জনস্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। প্লাস্টিক ও পলিথিনে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হয় যা ডেঙ্গুর ঝুঁকি বাড়ায়। এই অভ্যাস বন্ধ করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন ঢাকায় বড় বড় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান পরিবেশের ক্ষতি করছে। খাল, বন দখল হয়ে গেছে। আমরা উন্নয়নের নামে প্রাণবিনাশী প্রকল্প দেখেছি। কোনো উন্নয়ন প্রকল্প যেন মানুষের জীবন ও প্রকৃতির ক্ষতি না করে সে বিষয়ে আমাদের শিল্পী, লেখক ও সংস্কৃতিকর্মীদের সোচ্চার হতে হবে।
উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে ডিএনসিসির প্রশাসক মো. এজাজ পরে প্রদর্শনীটি ঘুরে দেখেন।
এই আয়োজনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি ঢাকা শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়।