কানাডার রাজনৈতিক মঞ্চে বড় পরিবর্তন হলো আজ। ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি যার মাধ্যমে শেষ হলো জাস্টিন ট্রুডোর এক যুগের অধ্যায়। শুক্রবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কার্নি যিনি মাত্র চার দিন আগেই লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু নতুন দায়িত্ব গ্রহণের মুহূর্তেই তিনি এক বড় চ্যালেঞ্জের মুখে পরেচেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া ‘বাণিজ্য যুদ্ধ’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের বিরুদ্ধে সরব হয়েছেন কার্নি। তিনি এটিকে কানাডার জন্য ‘সবচেয়ে বড় সংকট’ বলে অভিহিত করেছেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা এই লড়াই চাইনি কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে। হকি হোক বা বাণিজ্য আমরা জিতবই”
কানাডাকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য’ বলে ব্যঙ্গ করেন। তিনি আর জাস্টিন ট্রুডোকে ডাকেন ‘গভর্নর ট্রুডো’ নামে। তবে কার্নি ঠাণ্ডা মাথায় জবাব দিয়েছেন “আমেরিকা কখনো কানাডা ছিল না, আর কানাডাও কখনো আমেরিকার অংশ হবে না।”
রাজনীতির এই উত্তাল সময়ের মধ্যেই কানাডায় আসতে পারে আরও বড় পরিবর্তন। সংবাদমাধ্যম এবিসি নিউজ জানাচ্ছে নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষেই সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন।
এদিকে ২০১৫ সালে ক্ষমতায় আসা জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তায় সাম্প্রতিক সময়ে ভাটা পড়েছিল যার জের ধরেই ৬ জানুয়ারি তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আর আজই ছিল তার শেষ দিন প্রধানমন্ত্রী হিসেবে।