Search
Close this search box.

ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ পদ্ধতি এবং রশিদ ডাউনলোড

ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর কি? কোনো ভূমি ভোগদখলের জন্য প্রতিবছর সরকারকে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করতে হয়। এটাকেই খাজনা বা ভূমি উন্নয়ন কর বলা হয়। প্রতি শতাংশ জমি হিসেবে খাজনার হার ধরা হয় এবং এই হার পরিবর্তনযোগ্য। প্রাচীনকাল থেকেই কৃষকেরা জমির খাজনা দিতেন। বর্তমানে ভুমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে আর উনিয়ন পরিষদে লম্বা লাইন ধরতে হয় না। ভূমি উন্নয়ন কর পরিশোধ এখন অনলাইনে করা যায়।

ভূমি উন্নয়ন কর

এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারব_

(১) ভূমি উন্নয়ন কর কি?

(২) ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধিতি

(৩) ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে

(৪) মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পদ্ধতি

(৫) bKash ব্যতিত অন্যান্য মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পদ্ধতি

(৬) ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড

ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি

ভূমি উন্নয়ন কর– ldtax.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এনআইডি মোবাইল নম্বর, এনআইডি, নাম ঠিকানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি পর্চার কপি আপলোড করলেই হোল্ডিং নম্বর এন্ট্রি দিয়ে দিবে ভূমি অফিস। অতপর আপনি হোল্ডিং নম্বর ব্যবহার করে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেই ভূমি কর পরিশোধ করতে পারবেন।

ভূমি মালিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহিতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময় ও সহজ সেবা প্রদানের জন্য সমগ্র বাংলাদেশে ভূমি উন্নয়ন কর ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থাপনা তৈরী করা হয়েছে। উক্ত সফটওয়্যারে মালিকানাধীন জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। এ লক্ষ্যে আপনাকে-

এছাড়া আপনি নিজে জমির মালিকনা সংক্রান্ত তথ্য দিয়ে নিন্মোক্ত উপায় রেজিস্ট্রেশন করতে পারবেন।

পদ্ধতিগুলো হলো

(১) অনলাইন পোর্টাল www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd এ ঢুকে NID ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে:

(২) কল সেন্টার নম্বর ১৬১২২ অথবা ৩৩৩ এ ফোন করে NID নম্বর, জন্ম তারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে;

আরও পড়ুন  মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

(৩) NID ব্যবহার করে যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) এর মাধ্যমে।

বিস্তারিত দেখুন—

ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি
ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি

ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে

ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন অনলাইনেই / সোনালী সেবা, ইউ পে, একপে ও ই চালানের মাধ্যমে পরিশোধ করুন ভূমি কর। হোল্ডিং রেজিষ্ট্রেশনের কাজ চলমান রয়েছে। গত ১ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখ হতে জমির খাজনা অনলাইনে গ্রহণ করা হচ্ছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন না করলে পরবর্তীতে আপনার জমির খাজনা আদায় করে জমির মালিকানা প্রমাণ করা নিয়ে জটিলতা তৈরি হবে। বর্ণিত কাগজপত্র দিয়ে নিজে অথবা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমির মালিকানা প্রতিষ্ঠার জন্য কোন ‘ফি’ ছাড়াই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পদ্ধতি :

(১) আপনি যদি বিকাশের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান তাহলে প্রথমে মোবাইল ব্যাংকিং ‘bKash’ নির্বাচন করুন। অতঃপর Pay with bKash’ বাটন আসবে। এরপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি বিকাশ একাউন্ট করেছেন সেই bKash Numberটি শূন্যস্থানে লিখুন। অতঃপর ‘CONFIRM’ বাটনে ক্লিক করুন;

(২) এরপর উক্ত মোবাইলে একটি bKash verification code দেখা যাবে এবং উক্ত bKash verification code প্রদান করে CONFIRM বাটনে ক্লিক করুন এবং আপনার bKash-এর ‘Pin Code’ প্রদান করুন; অতঃপর ‘CONFIRM বাটনে ক্লিক করুন; এভাবে bKash মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হবে;

(৩) অতঃপর পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ‘অনলাইন দাখিলা’ ব্রাউজারে উহা প্রদর্শিত হবে; ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে মর্মে প্রমানক হিসাবে আপনি ব্রাউজারে প্রদর্শিত ‘অনলাইন দাখিলা’ টি ডাউনলোড করে প্রিন্ট/সংরক্ষন করুন

বিস্তারিত দেখুন—-

ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে
ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে

bKash ব্যতিত অন্যান্য মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পদ্ধতি :

> bKash ব্যতিত বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে;
> এসব মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি প্রায় অনুরূপ;
> এছাড়াও, হোল্ডিং মালিকগণ Union Digital Centre (UDC) / কোন কম্পিউটারের দোকান/যে কোন কম্পিউটার/স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে আপনি প্রমানক হিসাবে অনলাইন দাখিলা সংগ্রহ এবং সংরক্ষণ করবেন।

আরও পড়ুন  মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ৭টি শর্টকাট ট্রিকস

ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড

ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড করতে আপনি যদি বিকাশ থেকে বিল পরিশোধ করে থাকেন তাহলে পে-বিল থেকে হিস্ট্রি তে চলে যান। সেখানে আপনার পরিশোধিত সকল বিলের রশিধ দেখতে পাবেন। প্রয়োজনমত রশিধ ডাউনলোড করে নিন।

আরো পড়ুন

1 thought on “ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ পদ্ধতি এবং রশিদ ডাউনলোড”

  1. Pingback: আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করবেন যেভাবে - নিউজরুমস২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top