Search
Close this search box.

যুদ্ধ শুরু হলে প্রথমেই তাইওয়ানি আকাশের নিয়ন্ত্রণ নেবে চীন

chaina

তাইওয়ানের সাথে যুদ্ধ শুরু হলে প্রথমেই দ্বীপ-অঞ্চলটির আকাশ সীমার নিয়ন্ত্রণ নেবে চীনের সামরিক বাহিনী। সম্প্রতি মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা গেছে এমন তথ্য।

এ বিষয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, চীনা সামরিক বাহিনীর মোকাবিলায় তাইওয়ানের মাত্র অর্ধেক বিমান শক্তি কার্যকরভাবে সংঘাতে লিপ্ত হতে পারবে। তাইওয়ানের এই সম্ভাব্য সামরিক সক্ষমতায় উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন, সামরিক প্রস্তুতির বিষয়ে বাইরের মতামতকে শ্রদ্ধা করে তাইওয়ান, তবে শত্রুর হুমকি বিবেচনা করেই তাইওয়ান তার প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে।

পেন্টাগনের ফাঁস হওয়া তথ্য এই ইঙ্গিতও দিচ্ছে যে, যুদ্ধ শুরু হলে চীন যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়বে সেগুলো তারা নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে কি না তা নিয়ে তাইপের সামরিক নেতাদের মাঝে সন্দেহ রয়েছে। এছাড়া, তাইওয়ানের সামরিক নেতারা মনে করেন, তারা বড় জোর অর্ধেক বিমানকে কার্যকরভাবে চীনের অনেক বেশি উন্নত বিমান ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন।

পার্স টুডে।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৬৩ বছরের রেকর্ড লবণ উৎপাদন

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top