Search
Close this search box.

কুরবানী কার উপর ওয়াজিব: ইসলাম

গরুর দাম এবার কেমন

ঈদুল আযহা’য় পশু কুরবানী দেওয়া ওয়াজিব, অনেক আলেমের মতে সুন্নাতে মুয়াক্কাদা। প্রত্যেক ব্যক্তিকেই যে কুরবানী দিতে হবে এমনটা নয়। কেবল যে ব্যক্তির উপরে কুরবানী ওয়াজিব হয়েছে সে ব্যক্তিকেই ‍কুরবানী দিতে হবে। তার জন্য কুরবানী কার উপর ওয়াজিব আমাদের এটি জানতে হবে।

হাদিসে এসেছে নবী (সাঃ) বলেন, “যে ব্যক্তির কুরবানীর সামর্থ্য থাকা সত্বেও কুরবানী করে না, সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয়।” (মুস্তাদরাকে হাকেম, হাদিস: ৩৫১৯)

কুরবানী ওয়াজিব হওয়া সত্বেও কুরবানী না দিলে হাদিসে তাকে নিন্দা করা হয়েছে।তাই যে সকল ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব হয়েছে সে সকল ব্যক্তির উচিত কুরবানী দেওয়া।

কুরবানী কার উপর ওয়াজিব

আল্লাহ তায়ালা সামর্থ্যহীন ব্যক্তির উপরে কুরবানী চাপিয়ে দেননি। কোরআন ও হাদিসে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যার ক্ষেত্রে সেই নিয়মগুলো গ্রহণযোগ্য হবে কেবল সেই ব্যক্তির ক্ষেত্রে কুরবানী ওয়াজিব হবে।

সুস্থ মস্তিষ্কসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নর নারীর মধ্যে যে ব্যক্তির “১০ জিলহজ ফজর হতে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত” সময়ের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর কুরবানী ওয়াজিব হবে।

নেসাবের মধ্যে যেসব সম্পদের হিসেব ধরা হবে: টাকা-পয়সা, সোনা-রুপা, গহনা-অলঙ্কার, বসবাস বা নিজস্ব খাবার উৎপাদনের জমি ব্যতীত অতিরিক্ত জমি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাড়ি থাকা, অপ্রয়োজনীয় সকল প্রকার আসবাবপত্র ও ব্যবসায়িক পণ্য নেসাবের মধ্যে হিসাবযোগ্য। উক্ত সম্পদ একবছর না থাকলেও শুধু ১০ জিলহজ হতে ১২ জিলহজ পর্যন্ত থাকলে কুরবানী দিতে হবে।

নেসাব পরিমাণ সম্পদ কতটুকু: স্বর্ণের ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে সাত ভরি, রুপারে ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে বায়ান্ন ভরি। টাকা-পয়সা কিংবা অন্যান্য সম্পদের ক্ষেত্রে নেসাবের পরিমাণ হচ্ছে সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্যের সমপরিমাণ টাকা-পয়সা বা সম্পদ থাকা।

নেসাব পরিমাণ সম্পদ কীভাবে হিসেব করবো: আজকের বাজার দরে সাড়ে বায়ান্ন (৫২.৫) তোলা রুপার মূল্য কত তা আগে জেনে নিন। তারপর আপনার সকল টাকা-পয়সা ও সম্পদ মিলিয়ে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্যের হয় কি না তা হিসেব করুন। যদি সকল সম্পদ মিলিয়ে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব।

আরও পড়ুন  সুরা হাশরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ ও ফজিলত

কুরবানী ওয়াজিব না হওয়া সত্বেও যেসকল ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব: কোন ব্যক্তির উপর যদি কুরবানী ওয়াজিব না হওয়া সত্বেও যদি সে ব্যক্তি কুরবানীর উদ্দেশ্য পশু ক্রয় করে তাহলে সে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব হয়ে যাবে।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top