Search
Close this search box.

শীর্ষ সেরা ১০টি ভিডিও এডিটিং সফটওয়্যার | Top 10 Video Editing Software

ভিডিও এডিটিং সফটওয়্যার

ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে খুব সহজে আমরা ভিডিও এডিট করে ফেইসবুক, ইউটিউব এবং টফি থেকে ইনকাম করতে পারি। আজকে আমরা আলোচনা করবো সবচেয়ে বেশি ব্যাবহৃত ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে এবং কিভাবে এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং শিখবেন। এছাড়াও এই সফটওয়্যার গুলো কোথায় থেকে ডাউনলোড করবেন তা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো। প্রথমে, ভিডিও এডিটিং কিভাবে শিখব তা নিয়ে আলোচনা করি:-

ভিডিও এডিটিং কিভাবে শিখব

ভিডিও এডিটিং শেখার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে জনপ্রিয় এবং ফ্রি মাধ্যম হলো ইউটিউব। ইউটিউব থেকে ভিডিও দেখে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারবেন। ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ভিডিও এডিটিং কোর্স করিয়ে থাকে আপনি যেকোনো একটি ভালো প্রতিষ্ঠান থেকে ভিডিও এডিটিং শিখতে পারেন। অনলাইনে আপনি অনেক কোর্স পেয়ে যাবেন, যেমন: টেনমিনিট স্কুল। তারা অনলাইন থেকে ভিডিও এডিটিং কোর্স বিক্রি করে থাকে আপনি সেখান থেকেও কিনতে পারেন।

ভিডিও এডিটিং শেখার জন্য আপনার একটি ভালো পিসি থাকা জরুরি। তাই সবার আগে একটি পিসি ক্রয় করে নিন।

ভিডিও এডিটিং সফটওয়্যার free download

আজকে আমরা জানাতে চলেছি শীর্ষ ১০টি ভিডিও এডিটিং সফটওয়্যার যা আপনার এডিটিং করতে খুবই সাহায্য করবে। চলেন দেরি না করে শুরু করা যাক।

১. ফিল্মরা
২. capcut
৩. VSDC Free Video Editor
৪. OpenShot
৫. Blender
৬. Camtasia
৭. Apple iMovie
৮. Adobe Premiere Pro
৯. Shotcut
১০. Lightworks

এখানে শুধু Adobe Premiere Pro এটি পেইড সফটওয়্যার বাকি গুলো সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবেন।

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

এতক্ষন জানলেন পিসি এর ভিডিও এডিটিং সফটওয়্যার। এখন আপনাদের সাথে শেয়ার করবো শীর্ষ সেরা ১০টি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আমাদের ভিডিও এডিটিং করতে খুবই সাহায্য করে থাকে। চলুন জেনে নেই মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর তালিকা:-

আরও পড়ুন  আবারও বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল

১. Capcut
২.filmora
৩. Openshot
৪. shotcut
৫. ফিল্ম মেকার
৬. Xracorder
৭. Inshot
৮. Lightworks
৯. Video Editor
১০. KineMastar

এই সবগুলো সফটওয়্যার আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে ফ্রি ব্যবহার করতে পারবেন।

ভিডিও এডিটিং এর জন্য কোন ২টি সফটওয়্যার অবশ্য জরুরি?

ভিডিও এডিটিং এর জন্য কোন ২টি সফটওয়্যার অবশ্য জরুরি সেই দুইটি হলো ওয়ান্ডার শেয়ার ফিল্মমরা এবং capcut । কারণ এই দুটি সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং এর সকল সেবা পেয়ে যাবেন।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top