Search
Close this search box.

আবারও বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল

29-2405291019

আবারও বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের মুকুট পেয়েছে অ্যাপল। গত সপ্তাহে অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ২১৮ ডলার পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। অপরদিকে ৩ লাখ ২৬ হাজার ডলার নিয়ে বিশ্বের দ্বিতীয় দামি প্রতিষ্ঠান এখন মাইক্রোসফট।

এছাড়া গত সপ্তাহে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কিছু সময়ের জন্য অ্যাপলের বাজারমূল্যকে ছাড়িয়ে গিয়েছিল। এনভিডিয়ার সর্বশেষ বাজারমূল্য ছিল ৩ হাজার ১১০ বিলিয়ন মার্কিন ডলার।

 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেমস বলেন, এআই প্রযুক্তিতে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। সম্মেলনে অ্যাপল নিজেদের বিভিন্ন পণ্যে এআই যুক্ত করার ঘোষণা দেয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে।

 ২০২৪ সালে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ার ১২ শতাংশ বেড়েছে। তবে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের ১৬ শতাংশ এবং অ্যালফাবেটের ২৮ শতাংশ শেয়ার বেড়েছে এ বছর।

আরও পড়ুন  ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পূর্বে ও পরে শত্রুমুক্ত হওয়া জেলাসমূহ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top