Search
Close this search box.

অল্পের জন্য বেঁচে গেছেন জনপ্রিয় নায়ক দেব

দেব

ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের প্রচারণায় নেমেছেন টলিউড নায়ক ও তৃণমূল কংগ্রেস সাংসদ সদস্য দেব। শুক্রবার (৩ মে) মালদহে দেবের হেলিকপ্টারে আগুন লাগে। মাঝ আকাশে আগুন লাগলে দেব এবং তার দল ভয় পেয়ে যায়।

প্রাথমিক সুত্রে জান যায়, বিরাট দুর্ঘটনায় বেঁচে গেছেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে দেব ভারতীয় গণমাধ্যমকে বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছে থেকে দেখেছি। আমি এমনিতেই ভালো আছি। মানুষ সঙ্গে আছে। আমার পরবর্তী মিটিং হবে মুর্শিদাবাদের রাণীনগরে যেখানে চার ঘণ্টা দেরি হলেও আমি যাব এবং মিটিং করব। কারো কাছে কোনো অভিযোগ নেই। “পাইলটরা যা করতে পারে সবই করেছে।”

দেব আরও বলেন “মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনাটি কারও দোষ নয়, আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধুমাত্র সেরা পাইলটদের জন্য। এক পর্যায়ে মনে হয়েছিল আর বাঁচব না, তবে পাইলটদের দক্ষতায় ফিরে এসেছি। কোন সমস্যা নেই. আমি আমার বাবা-মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ এবং বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বেঁচে গেছি।

এমন ঘটনায় দেব একটু ট্রমায় চলে যান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটু ট্রমা তো হবে। এই টারবুল্যান্স, এই ধোঁয়া, গন্ধে মানসিকপ্রভাব তো পড়েই। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বললাম, আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই। আর আজকে হেলিকপ্টারের কাছেই যেতে পারব না। গাড়ি করেই যাব’।

আরও পড়ুন  আনন্দবাজারের বর্ষসেরা অভিনেত্রী পরীমণি

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top