বাংলাদেশের স্থলবন্দর সমুহের নাম এবং অবস্থান নিচে দেওয়া হলঃ
০১. বেনাপোল স্থলবন্দর(চালু) শার্শা,যশোর।
০২. বুড়িমারি স্থলবন্দর(চালু), পাটগ্রাম, লালমনিরহাট।
০৩. আখাউড়া স্থলবন্দর(চালু), আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
০৪. ভোমরা স্থলবন্দর(চালু), ভোমরা, সাতক্ষীরা।
০৫. নাকুগাঁও স্থলবন্দর(চালু), নালিতাবাড়ি, শেরপুর।
০৬. তামাবিল স্থলবন্দর(চালু), গোয়াইনঘাট, সিলেট।
০৭. সোনাহাট স্থলবন্দর(চালু), ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
০৮. সোনামসজিদ স্থলবন্দর(চালু), শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।
০৯. হিলি স্থলবন্দর(চালু), হাকিমপুর, দিনাজপুর।
১০. বাংলাবান্ধা স্থলবন্দর(চালু), তেতুলিয়া, পঞ্চগড়।
১১. টেকনাফ স্থলবন্দর(চালু), টেকনাফ, কক্সবাজার।
১২. বিবিরবাজার স্থলবন্দর(চালু), বিবিরবাজার, কুমিল্লা।
১৩. দর্শনা স্থলবন্দর(চালু না), দামুরহুদা, চুয়াডাঙ্গা।
১৪. বিলোনিয়া স্থলবন্দর(চালু না),বিলোনিয়া, ফেনী।
১৫. গোবড়াকুড়া-কড়ইতলি স্থলবন্দর(চালু না), হালুয়াঘাট, ময়মনসিংহ।
১৬. রামগড় স্থলবন্দর(চালু না), রামগড়, খাগড়াছড়ি।
১৭. তেগামুখ স্থলবন্দর(চালু না), বরকল, রাঙ্গামাটি।
১৮. চিলাহাটি স্থলবন্দর(চালু না), ডোমার, নীলফামারী।
১৯. দৌলতগঞ্জ স্থলবন্দর(চালু না), জীবননগর, চুয়াডাঙ্গা।
২০. ধানুয়াকামাল্পুর(চালু না), বকশিগঞ্জ, জামাল্পুর।
২১. শেওলা স্থলবন্দর(চালু না), বিয়ানীবাজার, সিলেট।
২২. বাল্লা স্থলবন্দর(চালু না), চুনারুঘাট, হবিগঞ্জ।
২৩. ভোলাগঞ্জ স্থলবন্দর,(চালু না),ভোলাগঞ্জ,কোম্পানীগঞ্জ, সিলেট।
২৪. বিরল স্থলবন্দর(চালু না), বিরল, দিনাজপুর।
২৫. মুজিবনগর স্থলবন্দর(প্রস্তাবিত), মুজিবনগর, মেহেরপুর।
২৬. প্রাগপুর স্থলবন্দর,(প্রস্তাবিত), দৌলতপুর, কুষ্টিয়া।