Search
Close this search box.

সিরিয়ার বিশ্বব্যাংক ঋণ শোধে সহায়তা করবে সৌদি আরব ও কাতার

World Bank Loan

সৌদি আরব ও কাতার বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ১৫ মিলিয়ন ডলারের ঋণ শোধের ঘোষণা দিয়েছে। রোববার (২৭ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ১৫ মিলিয়ন ডলারের বকেয়া ঋণ পরিশোধের ঘোষণা দিচ্ছে।

গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটির নেতৃত্বে আসেন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শামের প্রধান নেতা আহমেদ আল সারা। ক্ষমতা গ্রহণের পর তিনি আরব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেন। দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল এবং কূটনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। তবে এখন সেই সম্পর্ক পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আহমেদ আল সারা পূর্বে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত থাকলেও এখন তিনি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। বর্তমানে তাকে স্যুট-পেন্ট ও টাই পরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। ইতোমধ্যে পশ্চিমা অনেক দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা সিরিয়া সফর করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন  তীব্র গরমে ভুগছে কলকাতার পশ্চিমবঙ্গবাসী

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top