Search
Close this search box.

শবে মেরাজ নামাজের নিয়ত ও নিয়ম

কোরবানি

প্রত্যেক মুসলমানকে শবে মেরাজ সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। শবে মেরাজ নামাজের নিয়ত ও নিয়ম জানার আগে শবে মেরাজ সম্পর্কে জেনে নেই।

শবে মেরাজ হচ্ছে যে রাতে নবি মুহাম্মদ (সা:) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ করেছিলেন। অনেক মুসলমান এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রাতটি উদ্‌যাপন করেন। আবার অনেক মুসলমান এই রাত উদ্‌যাপন করেন না বরং এই রাত উদ্‌যাপন করাকে বিদআত বলেন। ইসলামে শবে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ, মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয় এবং এই রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার বিধি মুসলমানদের জন্য নিয়ে আসেন নবি মুহাম্মদ (সা:)।

শবে মেরাজ নামাজের নিয়ত ও নিয়ম 

 

বাংলা উচ্চারণ: নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহে তা’আলা রাক’আতায় ছালাতি লাইলাতিল মে’রাজ মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

যদি আপনি মনে করেন এটি মুখস্ত করতে সমস্যা বা মনে থাকে না তাহলে এই নিয়ত আপনি বাংলায় ও করতে পারেন।

বাংলা নিয়তঃ আমি কেবলা মুখি হয়ে মে’রাজ এর দুই রাক’আত নফল নামাজ আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য আদায় করার নিয়ত করছি, আল্লাহ্‌ আকবার। উপরক্ত নিয়তে দুই রাকাত করে চার রাকাত পর পর মুনাজাত করতে পারেন।

শবে মেরাজ এর নামাজ পড়ার নিয়ম: দুই রাকাত এর নিয়তে কমপক্ষে ১২ রাকাত নফল নামাজ আদায় করতে হয় ( চাইলে আপনি আর বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন)। তবে মনে রাখবেন, এশার নামাজ আদায় করার সময় তিন রাকাত বিতর নামাজ আদায় করা যাবে না। এই তিন রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ এর পর। শবে মেরাজ এর নিয়ত অন্যান্য নফল নামাজের মতই করবেন। আরবিতে না পারলে আপনি বাংলায় নিয়ত করতে পারনে কোন সমস্যা নেই।

আরও পড়ুন  পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় সূচি ২০২৪

সর্বশেষ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে শবে মেরাজ কে এক কোথায় বিশ্বাস করতে হবে। কারণ এই রাতেই মহান আল্লাহ্‌ তায়ালা রাসুল (সা.) কে তার কাছে আমন্ত্রন জানিয়েছেন। অনেকেই এক রাতে এতো কিছু হয়ে যাওয়াকে বিশ্বাস করেন না। কিন্তু মহান আল্লাহ্‌ তায়ালা মেরাজের রাতে সময় কে থামিয়ে দিয়েছিলেন এটি সম্পর্কে তারা জানেন না।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top