Search
Close this search box.

ঢাকা আসছেন শাকিবের ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা

ইধিকা

ঈদুল আজহার সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ ঘোষণা দিয়েছেন তার ‘প্রিয়তমা’ ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবিটির শুটিংও ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী ৮ মে থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন ঢালিউড কিং শাকিব খান বলে জানা গেছে।

‘প্রিয়তমা’ চরিত্রে কে থাকবেন সেটা নিয়ে চমক উপহার দিতে চেয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। কিন্তু তার আগেই বাতাসে জোর গুঞ্জন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। জানা গেছে, ইতোমধ্যে ইধিকা বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।

‘প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা কলকাতার ইধিকা পালই চূড়ান্ত, বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল আশরাফ। ইতোমধ্যে তার ভিসাও হয়েছে। আগামি ৮ তারিখে শাকিব ভাই শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে ।

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত প্রশংসিত হয়েছেন তিনি। পরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলি’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে। বর্তমানে প্রচার চলছে নতুন ধারবাহিক ‘পিলু’। এতে দ্বিতীয়বারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন ইধিকা। এখানে তার চরিত্রের নাম ‘রঞ্জিনী’।

অভিনয় জীবনে আসার আগে ইধিকা পাল কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ।

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনানা প্রযোজিত ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

আরও পড়ুন  মুম্বাইয়ের রাস্তায় নিক-প্রিয়াঙ্কার ‘রোমান্স’

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top