Search
Close this search box.

রমজানে অফিসের সময় নির্ধারণ ৯টা থেকে বিকেল ৩:৩০টা

Ramadan, Ramjan, Islam

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এসব প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত চলবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে, যা জোহরের নামাজের জন্য নির্ধারিত।

এছাড়া, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজ নিজ নিয়ম ও প্রয়োজন অনুযায়ী অফিস সময় নির্ধারণ ও অনুসরণ করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top