Search
Close this search box.

ফোনে ডার্ক মোড অন করে রাখার সুবিধা কী?

ডার্ক মোড

বর্তমান সময়ে ডার্ক মোড বেশ ট্রেন্ডে আছে। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বড়ছে। প্রায় সমস্ত অ্যাপ্লিকেশন এখন আপনাকে ডার্ক মোড এর সুবিধা প্রদান করে থাকে, এমনকি কিছু কিছু বিখ্যাত ওয়েবসাইট ও আপনাকে এটা ব্যবহারের অপশন প্রদান করে থাকে।

ডার্ক মোড আসলে কী?

ডার্ক মোড এমন একটি বস্তু যা আপনার অ্যাপ্লিকেশন সফটওয়ার এর ইউজার ইন্টারফেসে একটি ডার্ক অর্থাৎ কালো স্তরের সৃষ্টি করে। এই ডার্ক মোড এর ব্যাবহার প্রধানত এনার্জি সেভিং এবং স্ক্রীন এর চমক কমানোর জন্য করা হয়।

আপনার মোবাইলে বা পার্সোনাল কম্পিউটারে ডার্ক মোড ব্যাবহার করার নানবিধ সুবিধা রয়েছে। ঠিক এইভাবে এইটি ব্যবহারের কিছু খারাপ দিক ও রয়েছে।

ডার্ক মোড এর সুবিধা:

যদি আপনার ডিভাইস এ OLED(organic light-emitting diode) এবং AMOLED ডিসপ্লে রয়েছে তাহলে এই ডার্ক মোড আপনাকে ব্যাটারি পাওয়ার সেভিং এ সাহায্য করবে।
যেহেতু ডার্ক মোড ব্যবহারের সময় ডিসপ্লের অধিকাংশ স্থান কালো হয়ে থাকে, এতে ডিসপ্লে থেকে আগত নীল আলোর পরিমাণ কমে যায়। তাছাড়াও ডিসপ্লে এর রিফ্লেকশন ও কম হয়।
ডার্ক মোড ব্যবহারের সময় বেশির ভাগ স্থান কালো থাকায় তা চোখের পক্ষে আরামদায়ক হয়।

ডার্ক মোড এর অসুবিধা:

কিছু কিছু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত ডার্ক মোড এর সাথে ঠিকমতো অপটিমাইজ নয়। এক্ষেত্রে আপনাকে পরিষ্কার ভিসুয়াল পেতে সমস্যা হতে পারে।
অধিক আলো যুক্ত স্থানে ডার্ক মোড ব্যাবহার করলে ডিসপ্লে এর লেখাগুলি যেন আবছা মনে হয়।

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীদের জন্য দুঃসংবাদ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top