দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী টেরিটোরি ম্যানেজার (টিএম) ও সেলস্ অফিসার (এস ও) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করে ফেলুন।
নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
টেরিটোরি ম্যানেজার (টিএম) এবং সেলস্ অফিসার (এসও) নিয়োগ বিজ্ঞপ্তি।
চাকরির যোগ্যতা:
টেরিটোরি ম্যানেজার এর জন্য: এমএ
(অভিজ্ঞতার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
সেলস্ অফিসার এর জন্য: ন্যূনতম উচ্চ মাধ্যমিক (অভিজ্ঞতার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
শারীরিক অবস্থা: প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৪ ইঞ্চি এবং ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: ০-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা । (অভিজ্ঞদের অগ্রাধীকার দেওয়া হবে।)
বয়স: ২২ থেকে ৩২ বছর (৩১/০৮/২০২৩ পর্যন্ত)।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
আবেদনের নিয়ম: সরাসরি সাক্ষাৎকার নিয়ে নিয়োগ দেওয়া হবে।
FMCG ভোগ্য পণ্য বিশেষতঃ কার্বোনেটেড বেভারেজ, চিপস, জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, পাউডার মিল্ক, পাস্তুরাইজড মিল্ক, চিনি, চাউল, ডাল, আটা, ময়দা ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ের অভিজ্ঞদের অগ্রাধীকার দেওয়া হবে।
প্রার্থীদের শর্তাবলী
■ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে অভিজ্ঞদের ০২ দিন ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিং এরপর নির্বাচিত প্রীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে।
■ ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানির থেকে কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।
■ আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ পদবী অনুসারে ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
চাকরি খবর pdf
এই চাকরির খবরটি নিচে থেকে ডাউনলোড করে সাক্ষাৎকারের সময় এবং স্থান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
সতর্কীকরণ: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না।