স্বপ্ন যাবে বাড়ি আমার গানটির সুর করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। স্বপ্ন যাবে বাড়ি হলো গ্রামীণফোনের প্রচারিত একটি টেলিভিশন বিজ্ঞাপন। ঈদ উপলক্ষে ঢাকায় বসবাসকারীদের গ্রামে ফেরা ও তাদের ঘরের প্রতি আবেগের বহিঃপ্রকাশ দেখানো হয়েছে এই বিজ্ঞাপনটিতে। একই শিরোনামে দুটি বিজ্ঞাপন তৈরি করা হয়। দুটি বিজ্ঞাপনের গানের সুর করেন হাবিব ওয়াহিদ। প্রথম বিজ্ঞাপনটির পরিচালক রম্য খান ও গায়ক ছিলেন মিলন মাহমুদ। পরের বিজ্ঞাপনটির গানের কণ্ঠ দেন মিঠুন চক্র। ২০১৭ সালে জি বাংলার জয়ী নামক ধারাবাহিক নাটকের ট্রেলারের গানের সুর স্বপ্ন যাবে বাড়ির দ্বিতীয় বিজ্ঞাপনের গানের সুর থেকে নকল করার অভিযোগ উঠে।
স্বপ্ন যাবে বাড়ি আমার গান ও লিরিক্স
স্বপ্ন যাবে বাড়ি আমার লিরিক্স
স্বপ্ন টানে দিলাম পাড়ি
অচিন পথে আপন ছাড়ি ।
পেছন ফেলে উঠান বাড়ি ,
প্রিয় মুখ আর সৃতির শাড়ি ,
মন বলে চল ফিরে আবার ,
স্বপ্ন যাবে বাড়ি আমার ।
মন বলে চল ফিরে আবার,
স্বপ্ন যাবে বাড়ি আমার~~~
আসছে সেদিন বছর ঘুরে ,
দিচ্ছে রে ডাক আপন সুরে
♪♥♪♥♪♥♪♥♪
আসছে সেদিন বছর ঘুরে,
দিচ্ছে রে ডাক আপ্ন সুরে,
যাচ্ছি আমার স্বপ্ন পুরে
চেনা পথের বহু দূরে ,
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার ,
এইতো সময় ফিরে আসার,
স্বপ্ন যাবে বাড়ি আমার,
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার~~~
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার~~~
স্বপ্ন যাবে বাড়ি আমার
স্বপ্ন যাবে বাড়ি আমার গান