দরখাস্ত আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু অনেকেই দরখাস্ত লেখার নিয়ম জানেন না তাদের জন্য দরখাস্ত লেখার নিয়ম ছবি সহ দিয়ে দেব।
আমাদের দৈনন্দিন জীবনে দরখাস্ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ দরখাস্ত ছাড়া আপনি কোন কিছুই করতে পারবেন না মনে করেন আপনি চাকরি প্রার্থী তার জন্য আপনাকে চাকরির জন্য দরখাস্ত লিখতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। আবার যদি আপনি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন যদি কোন দিন স্কুল থেকে ছুটির প্রয়োজন হয় তাহলে দরখাস্ত লিখতে হয়। এছাড়াও আপনি যদি বিনা বেতনে পড়তে চান তার জন্যও দরখাতস্ত লিখতে হবে। চলুন তাহলে দরখাস্ত লেখার নিয়ম জেনে নেই।
Table of Contents
Toggleদরখাস্ত লেখার নিয়ম ছবি সহ
দরখাতস্ত লিখতে হবে প্রথমে আমদের কিছু নিয়ম অনুসরন করতে হবে।
১। দরখাস্তের প্রথম অংশে আপনার সম্পর্কে বর্ণনা দিবেন।
২। দরখাস্তের মাঝের অংশে মূল বিষয় সম্পর্কে বিস্তারিত লিখুন।
৩। সর্বশেষ অংশে প্রাপকের নিকট আপনার অনুভুতি প্রকাশ করে দাবি করুন।
একটি সুন্দর দরখাস্ত লেখার জন্য উপরের ৩টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
দরখাস্ত লেখার নিয়ম (নমুনা কপি)
বরাবর,
প্রধান শিক্ষক / অধ্যক্ষ
……………… কলেজ,
কাউনিয়া, বরিশাল
বিষয়: আপনার বিষয় জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের…….।
আমার…….… সমস্যার কারনে ……………..।
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন ………………… সে বিষয়ে আপনার একান্ত মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক
নাম…
(নোটঃ দরখাস্ত খুব বেশি বড় করার প্রয়োজন নেই। মনে রাখবেন দরখাস্ত অবশ্যই এক পেজে লিখতে হয়।)
বাংলা দরখাস্ত লেখার নিয়ম ছবি
দরখাস্ত বাংলা বা ইংরেজি যায় হোক না কেন প্রায় সব দরখাস্ত লেখার নিয়ম একই হয়ে থাকে। সকল দরখাস্ত একটি পেজে লিখতে হয়। তারপর একটি বিষয় লিখে সেই বিষয়ে দরখাস্ত লিখতে হয়। বাংলা এবং ইংরেজি একই নিয়ম। নিচে দরখাস্ত লেখার নিয়ম ছবিতে দেওয়া হল দেখে নেন_