Search
Close this search box.

এক নজরে বিদ্রোহী কবিতার MCQ (PDF) বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

প্রিয় শিক্ষার্থী, আশাকরি সবাই ভালো আছ আজকে আমরা এইচএসসি বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা “বিদ্রোহী কবিতা mcq” নিয়ে আলোচনা করব। শুধু “বিদ্রোহী” কবিতা mcq নয় সাথে “বিদ্রোহী” কবিতার মূলভাব লিখে দেব যেন তোমরা বিদ্রোহী কবিতা খুব সহজে বুঝতে পার। তবে আমাদের মূল বিষয় হবে বিদ্রোহী কবিতা mcq; চলো শুরু করা যাক। বিদ্রোহী কবিতার মূলভাব ভালোভাবে পড়লে তোমরা খুবসহজে বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর লিলখতে পারবে তাই, মূলভাব পরে নিবে।

বিদ্রোহী কবিতা mcq

বিদ্রোহী কবিতার মূলভাব: বিদ্রোহী কবিতা কাজীনজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবি অন্যায়-অত্যাচারের প্রতি বিদ্রোহ প্রকাশ করেছে। কবিতাটির মধ্য দিয়ে কবি মূলত ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন । আর তা করতে গিয়ে তিনি বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণ থেকে উপকরণ ও অনুষঙ্গ নিয়ে নিজের বিদ্রোহী সত্তাকে রূপদান করেছেন। এই বিদ্রোহী সত্তার একমাত্র লক্ষ্য— অত্যাচারের অবসান। কবি বিদ্রোহী কবিতার জন্য ব্রিটিশদের কাছে জেল বন্দি হয়েছিলেন, তিনি ঘোষণা করেন, যতদিন পর্যন্ত উৎপীড়িতের ক্রন্দনরোল বন্ধ হবে না, ততদিন পর্যন্ত কবির এই বিদ্রোহী সত্তা লক্ষ্যে অবিচল থাকবে।

বিদ্রোহী কবিতার MCQ/ Bdrohi Kobita MCQ

১. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’ -পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

ক. ভালোবাসা ও ঘৃণার যুগপৎ অবস্থান
খ. প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান
গ. নতুন ও পুরাতনের যুগপৎ অবস্থান
ঘ. ভালো ও মন্দের যুগপৎ অবস্থান

২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬১
খ. ১৮৭৬
গ. ১৮৯৯
ঘ. ১৯০৯

<জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল-জুলুম-অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।>

আরও পড়ুন  ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৩. জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত?

i. বিদ্রোহ
ii. স্বদেশ প্রেম
iii. নেতৃত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. প্রকাশিত দিক/দিকগুলি কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?

ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির-বিদ্রোহী বীর— বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির

৫. কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হন?

ক. নায়েক
খ. হাবিলদার
গ. ল্যান্সনায়েক
ঘ. লেফটেন্যান্ট

৬. লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?

ক. নাটক
খ. কবিতা
গ. পালাগান
ঘ. উপন্যাস

৭. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?

ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯৯৯
ঘ. ১৯০৯

৮. ‘নবযুগ’ কী?

ক. নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ
খ. নজরুল রচিত উপন্যাস গ্রন্থ
গ. নজরুল রচিত সম্পাদিত পত্রিকা
ঘ.নজরুল রচিত অনূদিত নাটক

৯. ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম?

ক উপন্যাস
খ. নাটক
গ. ভ্রমণকাহিনি
ঘ. কাব্যগ্রন্থ

বিদ্রোহী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

১০. কবির শির দেখে কী নতশির হয়ে যায়?

ক. হিমালয় শিখর
খ. পৃথিবীর বৃক্ষরাজি
গ. পৃথিবীর মানুষ
ঘ. অত্যাচারী শাসককুল

১১. কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?

ক. নিখিল পৃথ্বীর
খ. বিশ্ব বিধাতৃর
গ. শিখর হিমাদ্রির
ঘ. মহা-প্রলয়ের

১২. কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?

ক. অভিশাপ
খ. আশীর্বাদ
গ. শান্তির দূত
ঘ. দীর্ঘশ্বাস

১৩. ‘শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’— এখানে মূলত কী প্রকাশ পেয়েছে?

ক. তীব্র আত্মবিশ্বাস
খ. চরম দুঃসাহস
গ. প্রবল অহংকার
ঘ. বিপুল প্রত্যাশা

আরও পড়ুন  দিনলিপি কলেজের প্রথম দিন এবং দিনলিপি লেখার নিয়ম HSC

১৪. কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?

ক. ভয়ংকর
খ. এলোকেশে
গ. বিধ্বংসী
ঘ. বিদ্রোহী

১৫. কবি কী মানেন না?

ক. বাধাবিপত্তি
খ. শাসন-বারণ
গ. ধর্মীয় রীতিনীতি
ঘ. কোনো আইন

১৬. ইন্দ্ৰাণী-সুত কে?

ক. দুর্বাসা
খ. ধূর্জটি
গ. জয়ন্ত
ঘ. শ্যাম

১৭. কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী?

ক. ইস্রাফিলের শিঙ্গা
খ. পরশুরামের কুঠার
গ. খড়গ-কৃপাণ
ঘ. রণ-তূর্য

১৮. কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

ক. অহংকারী বলে
খ. শক্তিশালী বলে
গ. বিদ্রোহী বলে
ঘ. আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

১৯. কবি নিজেকে কার ভমরু ত্রিশূল বলেছেন?

ক. পিণাক-পাণির
খ. ইস্রাফিলের
গ. ধর্মরাজের
ঘ. অফিয়াসের

২০. নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?

ক. অফিয়াসের
খ. চেঙ্গিসের
গ. বিশ্বামিত্রের
ঘ. বলরামের

আরও পড়ুনঃ সোনার তরী কবিতার mcq

বিদ্রোহী কবিতার MCQ PDF

তোমাদের সুবিধার জন্য বিদ্রোহী কবিতার mcq pdf দিয়ে দিলাম এখন থেকে ডাউনলোড করে নিতে পার।

সবশেষে, শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা নিয়মিত কাজ করে আসছি, তোমরা নিয়মিত আমাদের এখানে গুরুত্বপূর্ণ mcq গুলো পেয়ে যাবে সকল বিষয়ের।

আরো পড়ুন

1 thought on “এক নজরে বিদ্রোহী কবিতার MCQ (PDF) বহুনির্বাচনী প্রশ্ন উত্তর”

  1. Pingback: পরীক্ষায় আসা সম্ভাব্য প্রতিদান কবিতার mcq (PDF) প্রশ্ন ও উত্তর – নিউজরুমস২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top