Search
Close this search box.

নম্বর লুকিয়ে রেখে চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপে।

WhatsApp, Chat

হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি ফিচার: নম্বর লুকিয়ে চ্যাটিংয়ের সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন ফিচার চালু করছে। এবার নতুন একটি গোপনীয়তা ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নম্বর গোপন রেখেও চ্যাট করা যাবে।

নম্বর দেখা যাবে না, শুধু নাম দেখা যাবে!

আগে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় উভয় পক্ষ একে অপরের মোবাইল নম্বর দেখতে পেত। তবে নতুন ফিচার চালু হওয়ার পর এই নিয়ম পরিবর্তন হতে চলেছে। এখন নম্বর লুকিয়ে রাখা যাবে, ফলে অপরিচিত কেউ আর সহজেই নম্বর জানতে পারবে না।

নতুন ফিচার কীভাবে কাজ করবে?

✅ ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্স-এর মতো ইউজারনেম ফিচার আসছে।
✅ হোয়াটসঅ্যাপে নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নাম দেখা যাবে।
✅ কেউ মোবাইল নম্বর জানতে পারবে না, শুধুমাত্র ইউজারনেমের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।
✅ এই ফিচার ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা সংস্করণে দেখা গেছে।

গ্রুপ চ্যাটেও নম্বর গোপন থাকবে

আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সব সদস্য একে অপরের নম্বর দেখতে পারত। কিন্তু নতুন প্রাইভেসি ফিচার চালু হলে গ্রুপের অন্য সদস্যরা কারও নম্বর দেখতে পারবে না— শুধুমাত্র ইউজারনেম দেখা যাবে।

ব্যক্তিগত নিরাপত্তা আরও শক্তিশালী

হোয়াটসঅ্যাপ চ্যাটের পাশাপাশি ইউপিআই পেমেন্ট পরিষেবাও অফার করে। মোবাইল নম্বর ফাঁস হলে ফোন কল বা মেসেজের মাধ্যমে হয়রানির শিকার হওয়ার ঝুঁকি থাকে। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীদের মোবাইল নম্বর সুরক্ষিত থাকবে, যা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ ও প্রাইভেসি-বান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আরও পড়ুন  মোবাইলের গ্রাফিকস ইউনিট তৈরি করবে স্যামসাং

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top