কোরবানির জন্তু—উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ। অন্য জন্তু দ্বারা কোরবানি নাজায়েজ। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে, গরু-মহিষ দুই বছর পূর্ণ হতে হবে, উট পাঁচ বছর পূর্ণ হতে হবে।
কোরবানির পশু হতে হবে দোষ-ত্রুটিমুক্ত।
পশুর মধ্যে কিছু ত্রুটি থাকলে, কোরবানি দেওয়া যাবে না। সেগুলো হলো—
১. দৃষ্টিশক্তি না থাকা,
২. শ্রবণশক্তি না থাকা,
৩. অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ হওয়া,
৪. এই পরিমাণ লেংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম,
৫. লেজের বেশির ভাগ অংশ কাটা,
৬. জন্মগতভাবে কান না থাকা,
৭. কানের বেশির ভাগ কাটা,
৮. গোড়াসহ শিং উপড়ে যাওয়া,
৯. পাগল হওয়ার কারণে ঘাস-পানি ঠিকমতো না খাওয়া,
১০. বেশির ভাগ দাঁত না থাকা,
১১. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া,
১২. ছাগলের দুটি দুধের যেকোনো একটি কাটা,
১৩. গরু বা মহিষের চারটি দুধের যেকোনো দুটি কাটা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর নৈকট্যলাভের উদ্দেশ্যে ত্রুটিমুক্ত ও সুন্দর পশু কোরবানি করার তাওফিক দান করুন। আমিন।