প্রতিদিনের কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইসের মধ্যে অন্যতম একটি ল্যাপটপ। দীর্ঘসময় কাজ করায় প্রায়ই সমস্যা তৈরি হয়। আর সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো টাচপ্যাড কাজ না করা। ল্যাপটপে থাকা ড্রাইভার, হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিভিন্ন সমস্যা হতে পারে। ঘরোয়াভাবে এ সমস্যা সমাধানের কথা জানিয়েছে সিনেট।
অনেক সময় হাতের আঙুলে জমে যাওয়া ময়লা, তেল জমে টাচপ্যাড নোংরা হয়ে যায়। কমান্ড দিলে কাজ করে না। সেজন্য ব্যবহারের আগে টাচপ্যাড পরিষ্কার করে নিতে হবে। ল্যাপটপের ট্র্যাকপ্যাড সেটিংস পরীক্ষা করে দেখতে হবে।
এ ছাড়া অনেক ডিভাইসে টাচপ্যাড চালু ও বন্ধের বাটন থাকে। সেটি খেয়াল করতে হবে। ট্র্যাকপ্যাড সঠিকভাবে কনফিগার বা সেট করা হয়েছে কিনা তা দেখতে টাচপ্যাড সেটিংস দেখতে হবে।
অনেক সময় ল্যাপটপের সিস্টেমে ম্যালওয়্যার আক্রমণ করলে সমস্য়া হয়। তাই অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম ব্যবহার করে ম্যালওয়্যারের সংক্রমণ শনাক্ত করতে হবে। ল্যাপটপের সিস্টেম রিস্টার্ট করে দেখতে হবে। অর্থাৎ ল্যাপটপ বন্ধ করে পুনরায় চালু করতে হবে। সফটওয়্যারজনিত কারণে টাচপ্যাড কাজ না করলে এটি সহায়ক।