ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়োগ দেওয়ার উদ্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল কোম্পানি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা তাদের পণ্য প্রদর্শনীতে উপস্থাপন করে। দেশি-বিদেশি পণ্য প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্প ও ভোগ্যপণ্য নির্মাতারা একদিকে মান, নকশা, প্যাকেজিং ইত্যাদি উপস্থাপন ও বিক্রয় করতে পারে। তাদের পণ্য, এবং অন্যদিকে, জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারিত করার সুযোগ রয়েছে। পারস্পরিক সংযোগ স্থাপনের মাধ্যমে। প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলা হয়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়োগ
Toggleঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়োগ ২০২৪
সেলস এক্সিকিউটিভ (এস,ই)-অস্থায়ী পদে নিয়োগ দেবে আরএফএল কোম্পানি। বিস্তারিত তথ্য নিচে দেখুন_
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ-সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ।
অন্যান্য যোগ্যতা: বয়স ১৮ থেকে ৩০ বছর।
উচ্চতা ও শারিরীক গঠন: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
অন্যান্যঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবিসহ বায়োডাটা, সকল পরীক্ষা পাসের মূল সনদপত্র এবং এসএসসি/এইচএসসি রেজিস্ট্রেশনকার্ড এর মূলকপি, জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি)-এর মূলকপি এবং ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় সকাল ৯টার মধ্যে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
পরীক্ষার ঠিকানাঃ পরীক্ষার স্থান প্রপাটি হাইটস, আর.কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২১২
পরীক্ষার তারিখঃ ১০, ১৫ ও ১৭ জানুয়ারী-২০২৪ (সকাল ৯টা )।
মনে রাখতে হবে_
* কোন অবস্থাতেই উল্লেখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজ ব্যাতীত পরীক্ষা গ্রহন করা হবে না।
বিঃ দ্রঃ * পরীক্ষায় অংশগ্রহনের জন্য স্মাটি ফোন নিয়ে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে।
* নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না।