Search
Close this search box.

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

india

ভারতে হঠাৎ আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশটিতে ১২ হাজার ৫৯১ জন করোনা সংক্রমিত হয়েছেন, যা এর আগের দিনের তুলনায় ২০ শতাংশ বেশি। করোনার উপ-ধরন এক্সবিবি.১.১৬ কারণে হঠাৎ সংক্রমণ বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

তবে তারা বলছেন, সংক্রমণ বাড়লেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এর বদলে করোনা বিধি মেনে চলা ও করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভারতে করোনা সংক্রমণের এ ঊর্ধ্বগতি কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। তবে ২০২০ সালের শুরুর দিকে ভাইরাস নিয়ে দেশটিতে যে ধরনের আতঙ্ক ছড়িয়েছিল এখন তার কিছুই নেই। এছাড়া বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে বাধ্য করতেও তৎপরতা দেখা যাচ্ছে না।

বিশ্বে করোনা বিধিনিষেধ আরোপ ও সেগুলো কার্যকরে সবচেয়ে বেশি কড়াকাড়ি দেখিয়েছে চীন। দেশটিতে ২০২২ সালের শেষ দিক পর্যন্তও লকডাউন আরোপ করতে দেখা গেছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের পিপিই, গ্লাভসসহ ভারী পোশাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন  হজযাত্রীদের মাধ্যমে পাঠাচ্ছে জর্দ্দা

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top