ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লম্বার্ডির প্রধান শহর মিলানের পোর্তা রোমানা এলাকায় একটি সড়কে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইতালির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪ জানিয়েছে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সড়ক সংলগ্ন একাধিক ভবন ও অপেক্ষমাণ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় ।
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে এই বিস্ফোরণ। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে স্কাই টিজি ২৪ জানিয়েছে, সড়কে অপেক্ষমাণ একটি অক্সিজেনবাহী ট্যাংকার ট্রাকে আচমকা বিস্ফোরণের পর ট্রাকটির সামনে-পেছনে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়। ভয়াবহ সেই বিস্ফোরণে সড়কটির আশপাশে থাকা কয়েকটি ভবনে আগুন ধরে যায়।
ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সড়কটির পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি আবাসিক ভবন রয়েছে। এই বিস্ফোরণের ফলে প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি আবাসিক ভবন সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একজন আহত হওয়া ছাড়া হতাহতের আর কোনো তথ্য পাওয়া যায়নি।