Search
Close this search box.

বরিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ঝরল ২ প্রাণ

1718517818-b4322bfb5b3f43faaedb8804261be180

বরিশালের গড়িয়ারপাড়ে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।রোববার (১৬ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ব্র‍্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সোহাগ (১৮) ও ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবক।
আহতরা হলেন- জিয়াউল করিম (৩৩), জাহাঙ্গীর মোল্লা (৪৫), একরামুল (২৬), আরিফ (৩০) ও ইমন (৩০)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে ব্যাপারী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক মহাসড়কে দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় দ্রুতগতির বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়।
এতে ট্রাকটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন  গাজীপুরে তুরাগ ট্রেন এর বগি লাইনচ্যুত

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top