Search
Close this search box.

মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি

ক্রিকেট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা। আগামীকাল, মঙ্গলবার, ১৪মে, দুপুর ১২:৩০টায়, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লাল-সবুজ জার্সি পরে কোন ১৫ জন মাঠে নামবেন? আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে আগামীকাল।

বিসিবির মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে জাতীয় দলের অপারেশন ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দলের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপো সোমবার বিকেলে নিশ্চিত করেছেন, টিম ম্যানেজাররা মূলত তাসকিন আহমেদের জন্য অপেক্ষা করছেন।

তাসকিন এমআরআই স্ক্যান করেন। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তার ব্যাপারে ঘোষণা দেবেন। প্রধান নির্বাচক আরও জানান যে ঠিক সাইড স্ট্রেইন নয়। বাংলাদেশ যে ম্যাচে পাঁচ রানে জিতেছিল, সেই ম্যাচে খেলার সময় ডান পিঠে ব্যথা অনুভব করেন তাসকিন। ডান পাঁজরের কাছে নরম হাড়ের উপর সামান্য আঁচড় দেখা যায়। সেটাই তাকে ভোগাচ্ছে।

এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড়বড় অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতামত নিবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

আজ (সোমবার) পুরো দিনটি তাই তাসকিন ইস্যুতেই রেখেছে বিসিবি এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সোমবার রাতের মধ্যেই বিভিন্ন বিশেষজ্ঞর মতামত নিয়ে তাসকিনের ব্যাপারটা ফয়সালা করা হবে। এরপর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

আরও পড়ুন  ভারতকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top