আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি তারা বেশিরভাব ল্যাপটপে বাংলা লিখতে জানি না। আজকে ল্যাপটপে বাংলা লেখার নিয়ম জেনে আপনিও খুব সহজেই ল্যাপটপে বাংলা লিখতে পারবেন।
ল্যাপটপে বাংলা লেখার জন্য বেশ কিছু সফটওয়্যার থাকলেও আজকে আমরা সবচেয়ে সহজ নিয়মে যে সফটওয়্যার দিয়ে বাংলা লেখা যায় সেটি নিয়ে আলোচনা করব। বাংলা লেখার সবচেয়ে সহজ ও জনপ্রিয় সফটওয়্যার হলো ‘অভ্র’ আমরা মোবাইলে যেভাবে ইংরেজি লিখে বাংলা হয়ে যায় ঠিক সেভাবেই অভ্র অ্যাপ দিয়ে আপনি ইংরেজি লিখলেই বাংলা হয়ে যাবে। তবে এর জন্য আপনাকে কিছু সেটিংস করতে হবে, চলুন তাহলে জেনে নেই কিভাবে ল্যাপটপে বাংলা লেখবেন।
ল্যাপটপে বাংলা লেখার নিয়ম
ল্যাপটপে বাংলা লেখার জন্য প্রথমে অভ্র অ্যাপ ডাউনলোড করতে হবে নিচের ধাপগুলো অনুসরন করে ডাউনলোড এবং প্রয়োজনীয় সেটিংস ঠিক করে নিন।
আপনার কম্পিউটারে যদি অভ্র ব্যবহার করে বাংলা লিখতে চান তাহলে প্রথমেই এই ফ্রি সফটওয়্যারটি ল্যাপটপে ইনস্টল করতে হবে। এজন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
-
- ধাপ-১: প্রথমেই গুগলে avro keyboard লিখে সার্চ করুন। এরপর omicronlan.com নামে যে ওয়েবসাইট আসবে সেটা হলো এর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে অভ্র কিবোর্ড ল্যাপটপে নামিয়ে নিন।
- ধাপ-২: অন্যান্য সফটওয়্যারের মতো সহজেই ও একই নিয়মে এটা আপনার ল্যাপটপে ইনস্টল করে ফেলুন।
- ধাপ-৩: অভ্রতে দুইভাবে বাংলা লেখা যায়। একটি হলো Unicode এবং অন্যটি হলো ANSI. ইনস্টলেশনের পরে ডিফল্ট হিসেবে Unicode থাকবে। আপনি সেটিংস থেকে ANSI সিলেক্ট করে বিজয়ের মতো করে বাংলা লিখতে পারবেন।
ল্যাপটপে বাংলা লেখার জন্য বিজয় কিংবা অভ্র কিবোর্ড দুইটি ব্যবহার করতে পারেন তবে, স্টান্ডার্ড কিবোর্ড হিসেবে বিজয় কিবোর্ড কে আমি সাপোর্ট করব কেননা আপনি যেকোনো লেখালেখির কাজ করেন না কেন বাংলা ইংলিশ সব ধরনের কাজ করার জন্য খুবই ভালো পারফরম্যান্স দেয় বিজয় বায়ান্ন কীবোর্ড। বিজয় কিবোর্ড ব্যবহার খুবই সহজ কিন্তু জানা না থাকলে প্রথমে জটিল মনে হতে পারে আপনার সুবিধার জন্য আমি বিষয়টিকে পরিষ্কার করে বলছি প্রথমে আপনি আপনার পছন্দমত বাংলা ফন্ট বাছাই করবেন এবং কিবোর্ডের (অল্টার, কন্ট্রোল, এবং বি) একত্রে প্রেস করবেন। লক্ষ্য করবেন কিবোর্ড এর সিম্বল টি পরিবর্তন হবে। আমাদের স্মৃতিসৌধের সিম্পল টি বাংলা লেখার জন্য প্রস্তুত বুঝায় এবং লাল-সবুজ ঘুড়ি আকৃতির ইংরেজি কিবোর্ড এর সিম্পল বুঝে নিবেন।বাংলা সিম্বল দেখলে বাংলা টাইপ করতে পারবেন ইংরেজি সিম্বল থেকে ইংরেজি টাইপ করতে পারবেন। আর ইচ্ছা অনুযায়ী ফন্ট বাছাই করার জন্য এম এস ওয়ার্ডের ভিউ মেনু থেকে ম্যাক্রো অপশন থেকে পছন্দের ফন্ট কিবোর্ড এর যেকোনো বোতাম ব্যবহার করে শর্টকাট তৈরি করা সম্ভব।
এরপর আসি আপনার পছন্দের ফরমেটে ফাইল সেভ করার বিষয়ে। আপনি যে ফরমেটের ফাইল সেভ করতে চান ফাইলটি সেভ করার সময় সেইভ এ ক্লিক করলে দেখবেন একটি তালিকা প্রদর্শিত হবে সেখান থেকে সাধারণত ডিফল্ট হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড থাকে কিংবা আপনি পিডিএফ ফরমেটে সেভ করতে চাইলে পিডিএফ লেখাটির উপরে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করুন এভাবে আপনার ফাইলটি সেভ করা যায়। আপনার পছন্দমত ফোল্ডারে যদি ফাইল সেভ করতে চান তাহলে আপনার পছন্দের ড্রাইভ বা ফোল্ডার টি বাছাই করে দিতে হবে।
তবে বলে রাখা ভালো যে বিজয় থেকে বাংলা লেখা অনেক ঝামেলার এবং সেটি শেখা অনেক সময় সাপেক্ষ। কিন্তু বিভিন্ন অফিসিয়াল চাকরির জন্য আপনাকে অবশ্যই বিজয় বায়ান্ন সফটওয়্যার লেখা শিখতে হবে।