পাকিস্তান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গতকাল (২২ মার্চ) ১৪৪৪ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। তারাবি নামাজের মাধ্যমে পবিত্র এ মাসকে স্বাগত জানিয়েছে দেশগুলো।
আত্মশুদ্ধির এই মাসে বিশ্বের সব মুসলিমকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী আলেম মাওলানা তারিক জামিল।
বুধবার নিজের মাক্রোব্লগিং সাইট টুইটারে রমজানের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। টুইটবার্তায় তিনি বলেন, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করবো। এই মাস গুনাহ থেকে তওবা ও বরকত অর্জনের মাস।
টুইট বার্তার শেষে মাওলানা তারিক জামিল শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রসঙ্গত, মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব। ১৯৫৩ সালের ১ অক্টোবার পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করেন। লাহোরের সেন্ট্রাল মডেল স্কুলে প্রাথমিক পড়াশোনা করে লাহোরের সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়াশোনা শুরু করেন। কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে প্রি-মেডিক্যাল পাঠ শেষ করে এমবিবিএস ভর্তি হন।
এরপর তাবলিগ জামাতের অনুপ্রেরণায় মেডিক্যালের পড়াশোনা বাদ দিয়ে তিনি রাইবেন্ডের একটি মাদরাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। অতঃপর নিজেকে ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা প্রসারে নিয়োজিত করেন।
মাওলানা তারিক জামিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশ মুসলিমের তালিকায় সবসময় শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। ২০২০ ও ২০২১ সালে ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।