Search
Close this search box.

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ সম্ভাব্য তারিখ ঘোষণা

medical-admission

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা (সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহের জন্য প্রযোজ্য) ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা- ২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। সরকারি ও বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ সবকিছু ঠিক থাকলে ২রা ফেব্রুয়ারী ২০২৪ হতে পারে।

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ তারিখ 

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ এর সম্ভাব্য তারিখ ২রা ফেব্রুয়ারী ২০২৪।  অনলাইনে আবেদন পুরণ করার সময় নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরীক্ষা ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

মেডিকেল ভর্তি ফি জমা দেয়ার পদ্ধতি:

(ক) টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে:

উদাহরণ: MBBS<Space>FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে।

এখানে,

FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID:
ফিরতি SMS এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি
দেয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

(খ) Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি Centre Code (১) নং সারণি) কমা (১) দিয়ে (উদাহরণ: নিচে দেওয়া হলো) লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

উদাহরণ: MBBS<Space>YES<Space> 456789<Space> 19,38,47,26 টাইপ করে Send করুন 16222 নম্বরে।

এখানে, 

456789 হলো আগের ফিরতি SMS এ পাওয়া PIN Number এবং 19,38,47,26 নম্বরগুলো হলো পরীক্ষা কেন্দ্রের কোড নম্বর। PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি
SMS-এ পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে একটি User ID | Password দেওয়া হবে প্রার্থী উক্ত User ID ও Password দিয়ে তার প্রবেশ পত্র Download করে প্রিন্ট নিবেন।

আরও পড়ুন  বাংলা প্রথম পত্র: এক নজরে মাসী পিসি গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন করে তাহলে জেনে নিন ভর্তি পরীক্ষার যোগ্যতা কত পয়েন্ট । ভর্তি পরীক্ষা দিতে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। যে পয়েন্ট পেতে হবে_
এসএসসি  থেকে ৩.৫০ এবং এইচএসসি ৩.৫০ সহ মোট ৯.০০ পয়েন্ট পেতে হবে। 

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ কবে হবে? 

অনলাইনে আবেদনের  তারিখ (সম্ভাব্য)ঃ জানুয়ারি মাসের যেকোনো দিন।

অনলাইনে আবেদনের শেষ তারিখ: জানুয়ারি মাসের যেকোনো দিন।

অনলাইনে আবেদনের ফী জমাদানের শেষ তারিখ: আবেদন শেষ হওয়ার পরের দিন।

প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড)ঃ পরিক্ষা শুরুর ৪দিন আগে করা যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ (সম্ভাব্য)ঃ ২ ফেব্রুয়ারী ২০২৪

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top