পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হচ্ছিল ভারতের রাজ্যসভার সাবেক সদস্য আতিক আহমেদকে। হাসপাতালে যাওয়ার পথে টেলিভিশন লাইভে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ আতিকের মাথায় গুলি করেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।
বিবিসির খবরে বলা হয়, গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে হাসপাতালের বাইরে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক ও তার ভাই আশরাফ। এসময় পাশে সাংবাদিক সেজে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান আতিক। এ ঘটনায় তার ভাই আশরাফও নিহত হয়েছেন।
হত্যা ও হামলার একটি মামলায় গত ১৩ এপ্রিল গ্রেফতার হন আতিক আহমেদ। গতকাল রাতে তাকে ওই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি করার পরপরই তিন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।