২০২১ সালে দেশ অনুসারে বিশ্বব্যাপী গম রপ্তানি হয়েছে আনুমানিক US$৫৫.৮ বিলিয়ন। এই ডলারের পরিমাণ ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক গম বিক্রিতে ৪২.৭% বৃদ্ধি পায়। গম রফতানিতে রাশিয়া পৃথিবীর প্রথম সারির দেশ। আর যারা গম রফতানিতে সেরা ১০ এর মধ্যে আছে তাদের একটি তালিকা নিচে দেওয়া হলঃ
০১. রাশিয়া
০২. মার্কিন যুক্তরাষ্ট্র
০৩. অস্ট্রেলিয়া
০৪. কানাডা
০৫. ইউক্রেন
০৬. ফ্রান্স
০৭. আর্জেন্টিনা
০৮. জার্মানি
০৯. রোমানিয়া
১০. ভারত