Search
Close this search box.

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ২টি উপায়

কিভাবে লোকেশন ট্র্যাক করা যায়

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার সহজ উপায় জেনে নিন। আপনার মোবাইল ফোন যদি ফোন চুরি হয় এবং আপনি যদি এই চোরটি কে ধরতে চান বা আপনি পুলিশের মত করে মোবাইল নম্বর দিয়ে লোকেশন বের করতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য, কিছু ওয়েবসাইট থেকে আপনার মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারবেন।

আমরা অনেকেই এটা এভাবে চাই যে পুলিশ অপরাধীদের লোকেশন ট্র্যাক যেভাবে করে ঠিক আমরাও সেরকম ভাবে যাতে অপরাধীদের লোকেশন খুঁজে বের করতে পারি। আর আপনি যদি আপনার প্রিয়জনের লোকেশন ট্র্যাক করতে চান তাহলে বিভিন্ন ধরনের আপ্লিকেশন বা ওয়েবসাইট এর সহযোগিতা নিতে পারেন।

এই ধরনের সফটওয়্যারগুলোকে সাধারণত লোকেশন ট্র্যাকিং Software বলে, যেগুলোর মাধ্যমে আপনি মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই লোকেশন ট্র্যাক করতে পারেন।

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করার উপায়

গুগল ম্যাপের সাহায্যে এক সেকেন্ডেই যে কারো লাইভ লোকেশন ট্র্যাক করা যায়। ফলে যে কোনো সময় আপনার সঙ্গী বা বন্ধুর লোকেশন জানতে পারবেন। বিপদের সময় কাছের মানুষকে রক্ষাও করা যাবে। এজন্য জেনে নিন কীভাবে গুগল ম্যাপ লাইভ লোকেশন ট্র্যাক করবেন। এজন্য আপনার স্মার্টফোনে গুগল ম্যাপ থাকা আবশ্যক। এখন প্রতিটি ফোনে এটি ইনস্টল করাই থাকে। না থাকলে গুগলের প্লে স্টোর থেকে করে নিন।

  •  এরপর গুগল অ্যাকাউন্টে গিয়ে যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান তার লাইভ লোকেশন জি-মেইলের সঙ্গে যুক্ত করুন।
  • এবার গুগল ম্যাপ খুলে প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
  •  সেখান থেকে লাইভ লোকেশন শেয়ার করে নেওয়ার অপশনটি নির্বাচন করুন।
  •  লোকেশন শেয়ার করার অনুমতি চাইবে। অনুমতি দিতে শেয়ার অপশনে ক্লিক করুন।

এরপর থেকে যেখানেই যান না কেন, যার সঙ্গে লোকেশন শেয়ার করেছেন তিনি আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে। আপনিও সেই ব্যক্তির লাইভ লোকেশন ট্র্যাক করে জেনে নিতে পারবেন তার অবস্থান।

আরও পড়ুন  সিম্ফনি জি-২৬ মোবাইলের দাম | Symphony G26 Price

কিভাবে লোকেশন ট্র্যাক করা যায়?

বর্তমানে ফেইসবুক মেসেঞ্জার থেকেও আপনার বর্তমান লোকেশন ট্র্যাক করতে পারবে যে কেউ কিন্তু তার জন্য আপনাকে নিচের ধাপটি অনুসরণ করতে হবে-

১) প্রথমে মেসেঞ্জার app খুলে জেক আপনার বর্তমান লোকেশন ট্র্যাক করতে দিবেন তার মেসেজ অপশনে যান।
২) এবার মেসেজ অপসন থেকে মেনুতে দেখুন শেয়ার ইওর লোকেশন লেখা পাবেন।
৩) সেখানে ক্লিক করে লিংকটি কপি করুন এবং আপনার বন্ধুকে অর্থাৎ, যে লোকেশন ট্র্যাক করবে তাকে দিন। এখন সে চাইলেই লিংকে ক্লিক করে লোকেশন ট্র্যাক করতে পারবে।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top