Search
Close this search box.

সব বড় জিনিসই পছন্দ, সেটা ভুল নয় : প্রিয়াঙ্কা

dipika

বর্তমানে বেশ ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পর এখন হলিউড কাঁপাচ্ছেন। আক্ষরিক অর্থেই বলিউডের ‘গ্লোবাল স্টার’ তিনি। পশ্চিমী দুনিয়ায় নায়িকা যে সাফল্য অর্জন করেছেন, তা অনেকের কাছেই স্বপ্ন।

২০১৮ সালে রাজস্থানের উমেধ ভবন প্যালেসে ধুমধাম করে রাজকীয় বিয়ে সেরেছিলেন প্রিয়াঙ্কা। ১০ বছরের ছোট প্রেমিক নিক জোনাসের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন নায়িকা। পরিবার-আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে বসেছিল প্রিয়াঙ্কার বিয়ের গ্র্যান্ড আসর। হিন্দু ও ক্যাথলিক দুই রীতিতেই বিয়ে করেন তারা।

এই রয়্যাল ওয়েডিং ঘিরে সেই সময় কম চর্চা হয়নি। লাখ লাখ টাকা শুধু আতসবাজির পিছনে খরচ করেছিলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ‘ওয়েডিং’ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। কেন এত খরচ করে বিয়ে করেছেন সেই নিয়ে বাউন্সারের মুখোমুখি হতেই ছক্কা হাঁকালেন পিগি চপস।

কেন প্রাসাদ ভাড়া করে বিয়ে করেছিলেন? সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘কারণ আমি তো কোনওদিনই বলিনি আমার এইসব ভালো লাগে না। আমি বড় পরিসরে সবকিছু করতে ভালোবাসি। কারণ আমি মানুষ হিসাবে ভীষণ বোল্ড, বড় জিনিস আমার পছন্দ।

বিয়েটা বড় স্কেলে হলেও সেখানে কিন্তু মাত্র ১১০ জন অতিথি হাজির ছিল। আমার এবং আমার স্বামীর খুব কাছের মানুষেরাই শামিল হয়েছিলেন…তবে প্রাসাদে বিয়ের স্বপ্ন আমরা বরাবর ছিল, সঙ্গে ৭৫ ফুল লম্বা ট্রেলের (গাউনের সঙ্গে জোড়া কাপড়)…সেটা ভুল কিছু নয়, তাই না?’

আরও পড়ুন  গুলশানে নায়ক ফারুকের জানাজা অনুষ্ঠিত

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top