সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের মোট নয়জন হজযাত্রী মারা গেলেন।
রোববার (২ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।
সবশেষ বুলেটিনে বলা হয়, গত শুক্রবার (৩১ মে) সৌদিতে মৃত্যুবরণ করেন মোহাম্মদ নুরুল আলম (৬১)। মক্কায় মারা যান তিনি।
এ নিয়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
শনিবার রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৪১টি।