Search
Close this search box.

হাদিস অনুযায়ী মেয়েদের জন্য ইসলামিক নাম অর্থসহ

হাদিস অনুযায়ী মেয়েদের নাম 

হাদিস অনুযায়ী মেয়েদের নাম খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনার আদরের মেয়ের নাম নিয়ে চিন্তা করছেন কি নাম রাখবেন? ইসলামিক নাম কিভাবে খুজবেন? নামের সুন্দার অর্থ থাকবে কি? এসব সমস্যার সমাধান পাবেন এখানে। হাদিস অনুযায়ী মেয়েদের নাম কিছু সুন্দর নাম নিচে দেওয়া হল দেখে নিন। যখন কোন শিশু সন্তান জন্ম নেয় তখন তার নাম রাখা প্রয়োজন পরে। দেখে নিন মুসলিম মেয়েদের উত্তম ও সুন্দর নামসমূহ এবং তার অর্থ_

হাদিস অনুযায়ী মেয়েদের নাম 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীবর্গ তথা উম্মেহাতুল মুমিনীন এর নামের অন্তর্ভুক্ত_

অর্থ অকাল-জন্মা (শেষনবীর প্রথম স্ত্রীর নাম)
বাংলা খাদিজা
ইংরেজী Khadija

 

অর্থ সজীব, প্রাণবন্তা, জীবনধারিণী (শেষনবীর প্রিয়তমা স্ত্রীর নাম)
ইংরেজী Ayesha
বাংলা আয়শা 

 

বাংলা  উম্মে সালামা
ইংরেজী Umme Salama
আরবী أُمِّ سَلَمَة

 

বাংলা  হাফসা
ইংরেজী Hafsa
আরবী حَفْصَةُ

 

বাংলা সাওদা
ইংরেজী Sauda
আরবী سَوْدَةُ

 

অর্থ হাবীবার মা
ইংরেজী Umme Habiba (উম্মে হাবিবা)
আরবী أُمِّ حَبِيْبَة

 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাবর্গের নামের অন্তর্ভুক্ত

 

বাংলা ফাতিমা
ইংরেজী Fatima
আরবী فَاطِمَةُ

 

বাংলা  রোকেয়া
ইংরেজী Rokeya
আরবী رُقَيَّةُ

 

অর্থ কুলসুমের মা
ইংরেজী Umme Kuslum
আরবী أُمُّ كلْثُوْم

 

নেককার নারীদের নামের অন্তর্ভুক্ত_

 

্বাংলা সারা
ইংরেজী Saara
আরবী سَارَة

 

বাংলা হাজেরা
ইংরেজী Hazera
আরবী هَاجِر

 

বাংলা  মরিয়ম
ইংরেজী Mariyam
আরবী مَرْيَم

মহিলা সাহাবীবর্গের নামের অন্তর্ভুক্ত_

অর্থ তিনশত উট
ইংরেজী Umama
আরবী أُمَامَةُ-

 

অর্থ মূল্যবান
ইংরেজী Nafisa
আরবী نَفِيْسَةُ-

 

অর্থ কোমলবতী
ইংরেজী Raqika
আরবী رَقِيْقَةٌ

 

অর্থ সবচেয়ে উচ্চ, নামের বহুবচন
ইংরেজী Aasma
আরবী أَسْمَاءُ

 

অর্থ প্রশান্ত আত্মা, বিশ্বাসিনী, নিরাপদ
ইংরেজী Amina
আরবী آمِنَةُ

 

অর্থ সামান্য দান
ইংরেজী Rufaidah
আরবী رُفَيْدَةُ
আরও পড়ুন  কোরবানি সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত ও হাদিস

 

হাদিস অনুযায়ী মেয়েদের ইসলামিক নাম 

আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কারো ভাল নাম শুনে আশাবাদী হতেন। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসুল (সাঃ) শিশুদের সুন্দর নাম রাখার নির্দেশ দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কুরআনের আয়াত ও হাদিস নিম্নরূপ –

হে জাকারিয়া, আমি (আল্লাহ) তোমাকে একপুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এই নামে এর আগে আমি কারও নামকরণ করিনি।

সূরা মারিয়াম, আয়াতঃ ৭ (দ্বিতীয় পর্ব)

কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো।

(আবু দাউদ)

নাম নামের অর্থ ইংরেজি
দিলওয়ারা সাহসিকতা Dilwara
মালিহা রূপসী Maliha
জাদিদাহ নতুন Jadida
রাদিআহ সন্তুষ্টি Radiah
মাসুমা নিষ্পাপ Masuma
আকলিমা দেশ Aklima
ফাখেরা মর্যাদাবান Fakhera
রাবাব শুভ্র মেঘ Rabab
নাজিয়া মুক্ত Najea
মুশতারী বৃহস্পতি গ্রহ Mustari
নায়েলা অর্জনকারিনী Nayela
জমিমা ভাগ্য Jamima
আকিলা বুদ্ধিমসিত Akila
আয়িশা জীবন যাপন কারিণী Ayasha
তাসনিয়া প্রশংসা Tasnia
পারভীন দিপ্তিময়তারা Parvin
সুফিয়া আধ্যাত্নিক সাধনাকারী Sufia
সীমা কপাল Sima
সামীহা দানশীল Samiha
লুবাবা খাঁটি Lubaba
জাবিরা রাজি হওয়া Jabira
নাজিবা সম্মানিতা Nazba
মাহফুজা নিরাপদ Mahfuza
যাহরা রূপবতী ফুল Jahora
রোশনী আলো Rosni
সুমাইয়্যা আলামত Sumaia
রাবিয়াহ বাগান Rabiah
সায়িমা রোজাদার Samima
মুমতাজ মনোনীত Mumtaj
হুমায়রা রূপসী Humayra
উম্মে মাবাদ মাবাদের মা Umme Mabad
সুআদ সৌভাগ্যবতী Suad
আসমা অতুলনীয় Asma

আরো পড়ুন

1 thought on “হাদিস অনুযায়ী মেয়েদের জন্য ইসলামিক নাম অর্থসহ”

  1. Pingback: ঋণ পরিশোধের দোয়া, আরবি ও বাংলা উচ্চারণ - নিউজরুমস২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top