Search
Close this search box.

উপহার নেয়ার আগে ভেবেছেন তো?

Screenshot_20231022_081236_com.google.android.googlequicksearchbox_edit_372320629031206

হাদিয়া দেয়া সুয়াবের কাজ। কেউ দিলে তা নিতেও হয়। ফিরিয়ে দিতে হয় না। কারণ হাদিয়া পারস্পারিক ভালোবাসা বাড়ায়। আর জান্নাতে যাওয়ার যোগ্য হতে হলে আল্লাহর জন্য পারস্পারিক ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। তাই কেউ গিফট দিলে বা দিতে চাইলে না করতে নেই।

কিন্তু হাদিয়া কি সবাইকে দেয়া যায়? সবার হাদিয়া নেওয়া যায়? কারও সাথে যদি কারও হৃদ্যতার সম্পর্ক থাকে, ভালোবাসার বন্ধন থাকে, কিংবা কারো সাথে ভালোবাসার বন্ধন জুড়া প্রয়োজন, তাহলে অবশ্যই হাদিয়ার বিনিময় হতে পারে। গিফট আদান প্রদান করা যেতে পারে।

কিন্তু যারা সরকারি চাকুরিজীবী, বিশেষকরে প্রশাসনিক কাজের সাথে জড়িত। কিংবা এমন কোনো কাজের সাথে জড়িত—যারা চাইলেই একজনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে। একজনের অধিকার ছিনিয়ে অন্যজনকে দিতে পারে। চাইলেই কাউকে বিশেষ সুবিধা দিতে পারে। এমন সরকারি চাকুরেদের হাদিয়া, গিফট, উপহার, উপঢৌকন যাই বলুন না কেনো—দেওয়া জায়িজ নেই। আর তাদের তা নেয়াও জায়িজ নেই।

বুখারি ও মুসলিমে বর্ণিত—আবু হুমাইদ আস সায়িদি রা. থেকে বর্ণিত তিনি বলেন, নবি সা. লুতাবিয়া নামক জনৈক ব্যক্তিকে সুলাইম গোত্রের জাকাত আদায়কারী নিয়োগ করলেন। সে ফিরে এলে নবিজি তার থেকে হিসাব-নিকেশ নিলেন। সে বলল—এগুলো আপনার সম্পদ। আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে।

তার একথা শুনে নবিজি বললেন—তুমি যদি সত্যবাদী হও, তাহলে কেনো তোমার বাবা-মার ঘরে বসে থাকলে না? সেখানেই তো তোমার হাদিয়া পৌঁছে যেত?

অতঃপর রাসুল (সা.) সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা ও গুণকীর্তন করার পর বললেন—আমি তোমাদের কাউকে এমন কোন কাজে নিয়োগ করি, যার তত্ত্বাবধায়ক আল্লাহ আমাকে করেছেন। কিন্তু সে কাজ করে এসে বলে—এ হলো আপনার সম্পদ, আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তাহলে সে কেন নিজের মা-বাবার ঘরে বসে থাকল না—সেখানেই তো হাদিয়া পৌঁছে যেত? আল্লাহর কসম, তোমাদের কেউ অন্যায় পন্থায় কিছু গ্রহণ করলে কিয়ামতের দিন সে তা নিজ কাঁধে বয়ে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আমি তোমাদের ভালো করেই চিনব—কেউ যদি আল্লাহর কাছে উপস্থিত হয় উট বহন করে এমতাবস্থায় সে উট আওয়াজ করছে। কিংবা কোনো গাভী বহন করে, যে ডাকছে। অথবা কোনো বকরি বহন করে—যা ডাকছে।
অতঃপর রাসুল (সা.) হাত দুটো আকাশের দিকে এতো উত্তোলন করলেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। তিনি বললেন—হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি।বুখারি : ৬৯৭৯

আরও পড়ুন  ১৫ হজযাত্রীর মৃত্যু বাংলাদেশী সৌদিতে

অতএব, আলাদা সুবিধা দিয়ে উপহার নেয়ার আগে একবার ভাবুন—কিয়ামতের দিন তার ওজন বইবার সক্ষমতা আছে কিনা?

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top