সেলফিন কি?
সেলফিন (CellFin) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ডিজিটাল ওয়ালেট সার্ভিস। বিশ্বের শীর্ষ ১,০০০ ব্যাংকের তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক, আর সেলফিন হলো এই ইসলামী ব্যাংক এর মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা।
ব্যাংক একাউন্ট ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে সেলফিন একাউন্ট খোলা যাবে। বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি জনপ্রিয় ভার্চুয়াল ওয়ালেট সেবার সাথে তাল মিলিয়ে চলতে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের এই ডিজিটাল ওয়ালেট সেবা চালু করেছে। এখানে একটি সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন যার সাহায্যে আপনি বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম গুলো থেকে পণ্য ক্রয় করতে পারবেন। চলুন জেনে নেই সেলফিন একাউন্ট ওপেন করা নিয়ম।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম:
সেলফিন একাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে সেলফিন অ্যাপ। সরাসরি প্লে স্টোরে গিয়ে সেলফিন এপ্লিকেশন ডাউনলোড করে নিন। অ্যাপ ইন্সটল হওয়ার পর (Register) অপশনে ট্যাপ করে সেলফিন একাউন্টের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড সেট করুন। পরবর্তী ধাপে, ফোনে একটি ওটিপি কোড আসবে, সেটি প্রদান করে পরবর্তী ধাপে চলে যান।
তারপরের ধাপে, আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের ছবি প্রদান করতে বলা হবে। প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আপনার এনআইডি কার্ডের ছবি তুলে আপলোড করুন। এনআইডি কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে সকল তথ্য স্ক্যান করে নিবে। প্রদত্ত তথ্যগুলো সঠিক আছে কিনা তা দেখে একাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করুন। উল্লেখ করা যায় যে আপনাকে অবশ্যই নমিনির ফটো এবং জাতীয় পরিচয় পত্রের তথ্য দিতে হবে।
উল্লেখিত পদ্ধক্তিতে সেলফিন একাউন্ট খোলার পর একাউন্ট ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে পারেন বা নিকটস্থ ইসলামী ব্যাংকে গিয়ে আপনার ফোন নম্বর প্রদান করুন তারা সাথে সাথে সাথে আপনার একাউন্ট ভেরিফিকেশন করে দিবে।
সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?
ব্যাংকে যাওয়া ছাড়া কিংবা কোনো ধরনের ব্যাংক একাউন্ট ছাড়াই খোলা যাবে সেলফিন একাউন্ট। সেলফিন একাউন্ট খুলতে যা যা লাগবেঃ
- বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
- এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে
- সচল একটি সিমকার্ড
- একটি স্মার্টফোন যাতে সেলফিন অ্যাপ ব্যবহার করা যাবে।
সেলফিন দিয়ে ব্যাংকিং করার সুবিধাগুলো:
- ব্যাংক একাউন্ট, ভিসা, মাস্টারকার্ড, ইত্যাদি মাধ্যম থেকে এড মানি করা
- যেকোন ব্যাংক একাউন্টে সেন্ড মানি করা
- বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করা
- এটিএম থেকে কার্ড-বিহীন ক্যাশ উইথড্র সিস্টেম
- কিউআর ভিত্তিক পয়েন্ট অফ সেল (POS) পারচেজ
- বিকাশ একাউন্টে টাকা এড করা
- ই-কমার্স ট্রানজেকশন
- বিল ও অন্য ধরনের পেমেন্ট
- মোবাইল টপ-আপ
- ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার
- আইবিবিএল ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / প্রিপেইড কার্ড / এমক্যাশ একাউন্ট এড করা
- ইসলামী ব্যাংক একাউন্ট এড করা
এছাড়া আরও অনেক সুবিধা যুক্ত হচ্ছে প্রতিনিয়ত।
যেসব মাধ্যম থেকে এড মানি করা যাবে
একাধিক মাধ্যমে সেলফিন একাউন্টে এড মানি বা টাকা এড করা যাবে। যেমনঃ
- ভিসা
- মাস্টারকার্ড
- আইবিবিএল ডেবিট কার্ড
- আইবিবিএল খিদমাহ কার্ড
- আইবিবিরল একাউন্ট
- মোবাইল ব্যাংকিং (এম ক্যাশ)
- ডাইনারস
সেলফিন একটি ডিজিটাল ওয়ালেট, যার ফলে এটি ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি একাউন্টে এড মানি করা যাবে। বিকাশ, রকেট বা নগদ অ্যাপে প্রবেশ করে এড মানি অপশন সিলেক্টের পর সেলফিন (CellFin) সিলেক্ট করে এসব মোবাইল ব্যাংকিংয়ে এড মানি করা যাবে।