স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি স্মার্ট ইকোনমি, আর স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড হবে স্মার্ট উদ্যোক্তারা বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৫ এপ্রিল) আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আইসিটি বিভাগ ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত “স্মার্ট এন্টারপ্রিনিউর: স্মার্ট বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পলক বলেন, দেশে বর্তমানে ২ হাজার ৫’শ র্স্টার্টআপ রয়েছে। যারা ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে আরও ৫ হাজার স্টার্টআপে উন্নীত করা, এর মাধ্যমে ৩০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ২০৪১ সালের মধ্যে এ সেবা খাত থেকে জিডিপিতে অবদান দাঁড়াবে ২০ শতাংশ।
উদ্যোক্তা তৈরিতে আমরা পুঁজি, প্রযুক্তি এবং প্রশিক্ষণ এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভ্যায়াবল প্রোডাক্ট এবং ফটো টাইপ সম্পন্ন উদ্যোক্তাদের আইসিটি বিভাগ থেকে এক লাখ-দশ লাখ পর্যন্ত অফেরৎযোগ্য ফান্ড দেওয়া হবে।
এছাড়াও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে ৫০ লাখ টাকা বিতরণ করা হবে বলেও তিনি জানান।