Search
Close this search box.

আমি পদ্মজা উপন্যাস pdf ডাউনলোড-Ami Poddoja Uponnash PDF

আমি পদ্মজা উপন্যাস pdf

জনপ্রিয় লেখিকা ইলমা বেহরোজ এর আমি পদ্মজা উপন্যাস pdf সম্প্রতি পাঠকদের পছন্দের শীর্ষ স্থান অর্জন করেছে। আসলে কি আছে এতে? চলুন তাহলে আজকে এই উপন্যাস নিয়ে বিস্তারিত জেনে নেই। সেই সাথে আমি পদ্মজা উপন্যাসের পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া থাকবে।

আমি পদ্মজা উপন্যাসের সারসংক্ষেপ 

আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনী হল একটি গ্রাম্য মেয়ের সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। উপন্যাসের নায়িকা পদ্মজা একজন দরিদ্র কৃষক পরিবারের মেয়ে। তার বাবা একজন নিরীহ ও অসহায় মানুষ। মা মারা যাওয়ার পর পদ্মজা তার বাবা এবং ছোট ভাইবোনদের দেখাশোনা করতে হয়।

পদ্মজা একজন মেধাবী ও সাহসী মেয়ে। সে পড়াশোনা করতে চায়। কিন্তু তার বাবা তাকে পড়াশোনা করতে দিতে চায় না। সে চায় পদ্মজা বিয়ে করে সংসার করুক।

পদ্মজা তার বাবার ইচ্ছার বিরুদ্ধে পড়াশোনা চালিয়ে যায়। সে স্থানীয় স্কুল থেকে মেট্রিক পাশ করে ঢাকার একটি কলেজে ভর্তি হয়। কলেজ জীবনে পদ্মজা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন  বাছাই করা বড়দের রোমান্টিক গল্প

কলেজে পড়ার সময় পদ্মজা তার বাবার অসুস্থতায় আক্রান্ত হওয়ার কথা জানতে পারে। সে ছুটি নিয়ে গ্রামে ফিরে যায়। তার বাবার চিকিৎসার জন্য সে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে। কিন্তু তার বাবা শেষ পর্যন্ত মারা যায়।

বাবার মৃত্যুর পর পদ্মজা তার ভাইবোনদের দেখাশোনা করার দায়িত্ব নেয়। সে একটি স্কুলে শিক্ষকতা শুরু করে। পাশাপাশি সে তার পড়াশোনা চালিয়ে যায়।

পদ্মজা তার অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। তার গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

পদ্মজা তার জীবনের গল্পের মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়নের বার্তা দেয়। সে প্রমাণ করে যে, নারীরা যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের লক্ষ্য অর্জন করতে পারে।

আমি পদ্মজা উপন্যাসের pdf সম্পূর্ণ বই 

আরো পড়ুন

3 thoughts on “আমি পদ্মজা উপন্যাস pdf ডাউনলোড-Ami Poddoja Uponnash PDF”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top