মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি আর নেই। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা ও মালয়েশিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন। তিনি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই দুঃসংবাদ জানান। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি পরলোকগমন করেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন।
আব্দুল্লাহ আহমাদ বাদাবি ২০০৩ সালে মাহাথির মোহাম্মদের পর মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাহাথিরের ২২ বছরের শাসনামল শেষে তিনি ক্ষমতায় আসেন এবং দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেন। পাশাপাশি তিনি মধ্যপন্থী ইসলামের প্রবক্তা ছিলেন এবং দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে নানা উদ্যোগ নেন।
তবে তার শাসনামলে জ্বালানি ভর্তুকি কমানো নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এতে দ্রব্যমূল্য বেড়ে যায় এবং জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর তার দল বারিশান ন্যাশনাল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়, যার জেরে ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন নাজিব রাজাক।
আব্দুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের উন্নয়নে তার অবদানের কথা অনেকেই শ্রদ্ধাভরে স্মরণ করছেন।