বিভিন্ন ইস্যুতে এখনো উত্তপ্ত পাকিস্তান। রাজনৈতিক পক্ষগুলো রাস্তার পাশাপাশি আদালতে একে অপরের বিরুদ্ধে কার্যত লড়াই করছে। আর এর মধ্যেই এবার পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
একইসঙ্গে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) বিরুদ্ধেও মামলা করবে দলটি। সোমবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দুর্নীতির মামলায় গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। ইমরানের দল পিটিআই সেই ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যায়িত করেছিল। পরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে দলীয় চেয়ারম্যান ইমরান খানকে ‘অপহরণের’ অভিযোগে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এবং রেঞ্জার্সের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল পিটিআই। একইসঙ্গে পাকিস্তানজুড়ে ‘শান্তিপূর্ণ বিক্ষোভে নিরস্ত্র নাগরিকদের হত্যার’ বিরুদ্ধেও মামলা দায়ের করবে ইমরানের দল।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলছে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানদের এই মামলাগুলোতে আসামি করা হবে।’
এছাড়া নিরস্ত্র নাগরিকদের হত্যার পাশাপাশি দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিক্ষোভকারীদের উসকানি দেওয়ার চেষ্টার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের দাবিও জানিয়েছে ইমরান খানের দল।