Search
Close this search box.

মেধা বৃদ্ধির দোয়া ও ৪ টি আমল

রোজার ফজিলত ও গুরুত্ব

মানুষ মাত্রই মেধাবী, প্রত্যেক মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামীন সমান মেধা দান করেছেন কিন্তু কেউ তার সঠিক ব্যাবহার করছে আবার কেউ তার সঠিক ব্যাবহার করছে না. মেধা বৃদ্ধির দোয়া করেও মেধা বৃদ্ধি করা সম্ভব। অনেকেই বলেন আল্লাহ আমাকে অমুক এর মতো মেধা দান করেন নি অথচ আপনি কখনো অমুক এর মতো কাজ করার চেষ্টা করছেন না। সবার মেধা সমান একজন বসে বসে ভাবছে আল্লাহ রাব্বুল আলামীন আমাকে তার মতো মেধা দান করেন নি আরেকজন কঠোর পরিশ্রম করে মেধা অর্জন এর মাধ্যমে সফল হচ্ছেন।

তবে কিছু কিছু মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করেও মেধা দিয়ে সফল হচ্ছেন না তারা মহান আল্লাহর কাছে দোয়া করুন আপনার মেধা বৃদ্ধি পাবে। আজকের মুল আলোচনা মেধা বৃদ্ধির দোয়া সম্পর্কে। মেধা বৃদ্ধি করার জন্য কখন, কিভাবে দোয়া ও আমল করবেন তার বিস্তারিত নিচে পড়ুন।

মেধা বৃদ্ধির দোয়া ও আমল

 

নিয়মিত এসব দোয়া ও আমল করলে ইনশাআল্লাহ আপনার মেধা বৃদ্ধি পাবে। অভিভাবকগণ আপনাদের সন্তানের মেধা বৃদ্ধির জন্য এসব দোয়া পরে সন্তানদের মাথায় ফুঁ দিবেন।

 

জ্ঞান বা মেধা বৃদ্ধির দোয়া আরবি

 

رَّبِّ زِدْنِي عِلْمًا

বাংলা উচ্চারণ : রাব্বি যিদনি ইলমা

অর্থ : হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা, আয়াত : ১১৪)

এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করবেন। স্মরণশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেবেন। এছাড়াও স্মরণশক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল রয়েছে।

 

আরও পড়ুন  জুম্মার নামাজের নিয়ত বাংলা উচ্চারণ ও ফজিলত

 

মেধা বৃদ্ধির ৪ আমল

 

১. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা; কারণ, গুনাহর কারণে মুখস্থশক্তিতে দুর্বলতা আসে।

২. অধিক হারে আল্লাহর জিকির করা। যেমন- সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া।

৩. আল্লাহ তাআলা বলেন, ‌‘যখন ভুলে যান, তখন আল্লাহর জিকির করুন।’ (সুরা কাহাফ, আয়াত : ২৪)

৪. কোন কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থশক্তি বৃদ্ধি করে। যেমন- মধু ও কিসমিস খাওয়া।

ইমাম যুহরি (রহ.) বলেন, ‘তুমি মধু খাবে; কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন: যে হাদিস মুখস্ত করতে চায় সে যেন কিসমিস খায়।’ (খতিব আল-বাগদাদির আল-জামি : ২/৩৯৪)

সর্বশেষ, মেধা বৃদ্ধির জন্য উপরের বর্ণিত দোয়া ও আমল গুলো নিয়মিত করুন ইনশাআল্লাহ আপনার মেধা বৃদ্ধি পাবে। এছাড়াও প্রতিদিন ৫ওয়াক্ত নামাজ পড়ুন

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top